পাসপোর্ট কপি কিভাবে অনলাইনে পেতে পারি
পাসপোর্ট হারিয়ে ফেলেছেন এবং কোন তথ্য জানা নাই? তাই আপনি হয়তো জানতে চান পাসপোর্ট কপি কিভাবে অনলাইনে পেতে পারি। জানুন কিভাবে অনলাইনে পাসপোর্টের তথ্য বের করবেন।
ADVERTISEMENT
প্রকৃতপক্ষে, পাসপোর্ট অনলাইন কপি ডাউনলোড বা পাসপোর্টের তথ্য অনলাইনে পাওয়ার কোন সুযোগ নেই। তবে আপনি যদি BMET Registration করে থাকেন, BMET Database থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমইটি কার্ডের অনলাইন প্রিন্ট কপি নিতে পারবেন।
এছাড়া, আপনার পাসপোর্ট নম্বর ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট তথ্যের অনলাইন কপি সংগ্রহ করতে পারেন।
ADVERTISEMENT
আপনি হয়তো আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন এবং আপনার নিকট পাসপোর্টের কোন ফটোকপি নেই। তাই হয়তো অনলাইনে পাসপোর্ট কপি কিভাবে পাবেন তা খুজছেন। অথবা এটা ছাড়া অন্য কোন কারণ থাকতে পারে।
পাসপোর্ট হারালে অবশ্য দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। আসুন এখন জানি আপনি কিভাবে পাসপোর্টের তথ্য অনলাইনে খুঁজে বের করবেন এবং কি কি লাগবে।
পাসপোর্ট কপি ডাউনলোড
তথ্যের নিরাপত্তার কারণে অনলাইনে পাসপোর্ট কপি ডাউনলোড বা তথ্য পাওয়ার কোন সুযোগ নাই। তবে পাসপোর্ট অফিস থেকে NID অথবা Passport Number দিয়ে পাসপোর্টের তথ্যের একটি অনলাইন কপি সংগ্রহ করতে পারেন। এছাড়া Ami Probashi Registration করে থাকলে আমি প্রবাসী অ্যাপে লগইন করেও পাসপোর্টের তথ্য ডাউনলোড করতে পারবেন।
তথ্যের নিরাপত্তার কারণে এভাবে খোলামেলা কারো পাসপোর্টের তথ্য অনলাইনে বের করার সুযোগ রাখা হয়নি। তারপরও যদি Ami Probashi অথবা BMET Registration সম্পন্ন করে থাকেন, আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্টের তথ্য যাচাই করতে পারবেন।
আরও পড়তে পারেন- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
ADVERTISEMENT
অনলাইনে পাসপোর্ট তথ্য অনুসন্ধান
আপনি ২টি উপায়ে অনলাইনে পাসপোর্টের তথ্য অনুসন্ধান করতে পারবেন. ১) আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে এবং ২) BMET Website এর মাধ্যমে। আমি প্রবাসী বা বিএমইটি রেজিস্ট্রেশন যারা করেছেন তারা পাসপোর্ট নাম্বার দিয়ে BMET কার্ড ডাউনলোড করে পাসপোর্টের তথ্য বের করতে পারবেন।
আমি প্রবাসী অ্যাপে লগইন করে, বিএমইটি কার্ড অপশনে ট্যাপ করুন। এখানে আপনার পাসপোর্ট নাম্বারসহ আপনার সকল ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন। এরপর উপরের ডানপাশ থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলে BMET Registration Card PDF হিসেবে ডাউনলোড হবে।
এছাড়া, বিএমইটির পুরাতন ওয়েবসাইট থেকেও আপনার পাসপোর্টের তথ্য বের করতে পারবেন। এজন্য ভিজিট করুন www.old.bmet.gov.bd এবং উপরের মেন্যু থেকে Searching অপশনে ক্লিক করুন।
ADVERTISEMENT
ধাপ ২– এখানে আপনার Passport No লিখুন এবং Find বাটনে ক্লিক করুন। যদি আপনি BMET রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার সকল তথ্য এখানে দেখতে পাবেন।
জেলা ও উপজেলা দিয়ে পাসপোর্ট তথ্য যাচাই
BMET ওয়েবসাইট থেকে আপনি শুধুমাত্র আপনার জেলা ও উপজেলা সিলেক্ট করে আপনার পাসপোর্ট নম্বর বের করতে পারবেন। তবে এজন্যও আপনার BMET রেজিষ্ট্রেশন থাকতে হবে। অর্থাৎ যারা বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন তারাই জেলা বা উপজেলা দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন।
BMET রেজিস্ট্রেশন না থাকলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
বিএমইটিতে রেজিস্ট্রেশন না থাকলে পাসপোর্টের তথ্য জানার জন্য আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখানে কোন অফিসারের সাথে আপনার সমস্যার কথা বলে পাসপোর্টের তথ্য জানার জন্য অনুরোধ করুন। এজন্য প্রয়োজন হবে আপনি যে ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করেছেন অর্থাৎ জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন।
আশা করি তারা আপনাকে সাহায্য করবে। যদি এতে কাজ না হয়, আপনি পাসপোর্ট অফিসে একটি লিখিত আবেদন করতে পারেন।
পাসপোর্ট চেক | E passport check |
পাসপোর্ট আবেদন | পাসপোর্ট আবেদন |
পাসপোর্ট রিনিউ | ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম |
হোমপেইজে যান | Eservicesbd |
ADVERTISEMENT
আমি পাসপোর্টের প্রথম পেজ আনার জন্য আপনাদের সাহায্য দরকার
আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/eservicesbdofficial যোগাযোগ করুন।
আমার পাসপোর্টের মেইন কপি আনার জন্য সাহায্য দরকার
হারিয়ে গেছে? মেইন কপি পাবেন কোথায়, রিনিউ করতে হবে আবার।