যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও রেজুলেশন

আপনি কি একাধিক অংশীদারদের নিয়ে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান? জেনে নিন যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং একাউন্ট খুলতে কি কি লাগে।

  • Save

ADVERTISEMENT

আপনি কি একাধিক অংশীদারদের নিয়ে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান? জেনে নিন যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং একাউন্ট খুলতে কি কি লাগে।

প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক প্রয়োজনে আমাদের যৌথ পরিচালনায় ব্যাংক একাউন্ট খুলতে হতে পারে। আবার নাবালক কোন ব্যাক্তির নামে ব্যাংক একাউন্ট করতে তার পিতা-মাতা বা আইনগত অভিভাবকের সাথে যৌথ ব্যাংক একাউন্ট খুলতে হয়।

ADVERTISEMENT

এই ব্লগে আমি আপনাদের জানাব, যৌথ ব্যাংক একাউন্ট কি, একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে এবং যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা-অসুবিধা সম্পর্কে।

যেকোন সরকারী ও বেসরকারি ব্যাংকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করে সকল আবেদনকারীর স্বাক্ষর সহ ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা প্রদান করে যৌথ ব্যাংক একাউন্ট খোলা যায়।

আরও পড়ুন- ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ADVERTISEMENT

যৌথ ব্যাংক একাউন্ট কি?

যৌথ ব্যাংক একাউন্ট হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির যৌথভাবে পরিচালিত ব্যাংক একাউন্ট। সাধারণত, অংশীদারী ব্যবসার অংশীদার, মসজিদ/ মাদ্রাসা/ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ব্যাংক একাউন্ট, স্বামী-স্ত্রী, ভাই-বোন, পিতা-পুত্র কিংবা বন্ধুরা মিলে তাদের সম্মতিতে এবং মালিকানায় যে ব্যাংক একাউন্ট খোলা হলে তাকে যৌথ ব্যাংক একাউন্ট বলা হয়।

একাউন্টের সকল সদস্যগণ যৌথভাবে ব্যাংক হিসাবের মালিক হতে পারে, অথবা প্রতিষ্ঠান বা কোন ট্রাস্ট ব্যাংক হিসাবের মালিকানা সুবিধা ভোগ করতে পারে। তবে যারা একাউন্ট পরিচালনা করবে তাদের স্বাক্ষরে টাকা জমা ও উত্তোলন করা যাবে।

আরও পড়ুন- সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ADVERTISEMENT

যৌথ ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে

যৌথ ব্যাংক একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হলো-

যেকোনো যৌথ একাউন্ট

  • আবেদনকারী গনের তথ্য পুরানসহ স্বাক্ষরিত আবেদন পত্র ব্যাংকে জমাদান।
  • ব্যাংক কর্তৃক প্রধানকৃত TP ও KYC ফরম পূরণ।
  • আবেদনকারীগণের জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের কপি।
  • আবেদনকারীগনের পাসপোর্ট সাইজের ছবি। (ছবির পিছনের সত্যায়িতসহ)
  • সংশ্লিষ্ট ব্যাংকে কোন চলতি বা সঞ্চয়ী একাউন্ট ধারীর রেফারেন্স।
  • নমিনির তথ্য ও পাসপোর্ট সাইজের ছবি।
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে ইউটিলিটি বিল।
  • TIN সার্টিফিকেটের কপি।
  • প্রাথমিকভাবে একাউন্ট ওপেনিং ফি জমাদান।

ট্রাস্ট প্রতিষ্ঠান হলে

এছাড়াও একাউন্ট টি যদি কোন ট্রাস্ট প্রতিষ্ঠানের হয়, সেক্ষেত্রে উপরোক্ত ডকুমেন্টস এর সাথে-

  • ট্রাস্ট প্রতিষ্ঠানের দলিলপত্র
  • আবেদনপত্রে সকল ট্রাস্টের তথ্য ও স্বাক্ষর লাগবে।

কোন শিক্ষা প্রতিষ্ঠানের হলে

প্রাথমিক ডকুমেন্টস এর সাথে-

ADVERTISEMENT

  • ম্যানেজিং কমিটি কর্তৃক অথবা শিক্ষা বোর্ড কর্তৃক একাউন্ট ওপেনিং সম্মতি পত্রের রেজুলেশন
  • প্রাতিষ্ঠানিক সীল
  • কমিটির সদস্যদের স্বাক্ষর।

এভাবে যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৩ এ প্রতিষ্ঠানভেদে প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে।

যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটস্থ কোন একটি ব্যাংকের শাখায় যেতে হবে। যৌথ ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে,

  • আবেদন কারীগণের সকলকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে;
  • সঠিকভাবে আবেদন ফরম পূরণ করুন;
  • একাউন্ট পরিচালনা বা লেনদেন করার দায়িত্বে কে কে থাকবে তা নিশ্চিত করতে হবে।
  • একাউন্টের আর্থিক চুক্তির সম্মতিপত্র পূর্বেই সম্পন্ন করতে হবে;
  • আবেদনকারীর মধ্যে একজন বা সকলেই মৃত্যুবরণ করলে টাকার লেনদেন কিভাবে হবে তা নিশ্চিত করতে হবে;
  • একাউন্ট খোলার পর চেকবই পাওয়ার জন্য আবেদন করুন;

অতঃপর আবেদন ফরমে সম্পূর্ণ তথ্য ও প্রতিষ্ঠানভেদে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংক কর্মকর্তার কাছে জমা দিতে হবে। সকল তথ্য সঠিক হলে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক থেকে নির্দিষ্ট সময় চাওয়া হয়। তারপর যোগাযোগ করে আপনার একাউন্টটি অনুমোদিত হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

আরও পড়তে পারেন- ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র

যৌথ ব্যাংক একাউন্ট খোলার রেজুলেশন

যৌথ ব্যাংক একাউন্ট খোলার রেজুলেশন হচ্ছে প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট খোলা ও পরিচালনার বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির একটি সিদ্ধান্ত। সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের রেজুলেশন বহিতে লিখিত ও উপস্থিত সকলের স্বাক্ষরিত হয়ে থাকে। এই স্বাক্ষরিত রেজুলেশনের কপিটি ব্যাংক একাউন্ট খুলতে প্রয়োজন হবে।

যৌথ ব্যাংক একাউন্ট খোলার সুবিধা

যৌথ ব্যাংক একাউন্টে বেশ কিছু বাড়তি সুবিধা ভোগ করা যায়,

  • একাউন্টে অংশগ্রহণকারী সকলেরই তহবিলের সমান অধিকার।
  • সহজভাবে লেনদেন পরিচালনা ব্যবস্থা।
  • প্রতিনিয়ত লেনদেনের সঠিক তথ্য জানা যায়।
  • বিভিন্ন ব্যাংক থেকে একাউন্টের মালিকদের প্রত্যেককে পৃথক পৃথক ডেবিট কার্ড ও চেক বই প্রদান করা হয়।
  • একজনের অনুমতি ছাড়া অন্য কেউ টাকা উত্তোলন করতে পারে না তাই টাকা শতভাগ নিরাপদ।
  • ব্যবসায় অংশীদারি সম্পর্ক টিকিয়ে রাখতেও যৌথ ব্যাংক একাউন্ট কার্যকরী।
  • বড় কোন আর্থিক সহায়তার প্রয়োজনে ব্যাংক থেকে সহজেই ঋণ নেওয়া যায়।
  • একজন অংশীদার একাউন্ট টি পরিচালনা করতে না পারলেও অন্যজন তো পরিচালনা করতে পারে।

যৌথ ব্যাংক একাউন্ট খোলার অসুবিধা

অনেকগুলো সুবিধার পাশাপাশি যৌথ ব্যাংক একাউন্ট খোলার কিছু অসুবিধা রয়েছে। যেমন- 

  • অংশীদারদের মতামত ভিন্ন হয়ে বিড়ম্বনার সৃষ্টি হতে পারে।
  • একজনের অনুমতি ছাড়া অন্য একজন অর্থ উত্তোলন করতে পারে না।
  • একাউন্ট পরিচালনার দায়িত্বে থাকা অংশীদারী সমস্ত অর্থ ব্যবহার করে ফেললেও অন্যদের কিছু করার থাকে না।
  • কোন একজনের অপরাধমূলক কর্মকান্ডের জন্য যৌথ ব্যাংক একাউন্টটি বাজেয়াপ্ত হলে অন্যদের আর্থিক সমস্যা হয়।
  • একজন অংশীদারির আর্থিক অবস্থা খারাপ হলে একাউন্টে সকলের জন্য প্রভাব পড়ে।
  • উভয়ের মতামত ছাড়া একাউন্ট বন্ধ করা যায় না।

কিছু অসুবিধা থাকলেও যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী একাউন্ট খুলে বাড়তি সুবিধা ভোগ করা যায়।

যৌথ ব্যাংক একাউন্ট খোলার সময় সতর্কতা

একাউন্ট খোলার জন্য সকল অংশীদারদের মতামত, আর্থিক অবস্থা, চারিত্রিক গুণাবলী সম্পর্কে ধারণা থাকা উচিত। আর্থিক বিষয় হওয়ায় এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 

একাউন্ট খোলার পূর্বেই নিজেদের মতামত অনুযায়ী চুক্তিপত্র স্বাক্ষরিত করতে হবে। একাউন্ট পরিচালনার দায়ভার ও অ্যাকাউন্ট বন্ধের ব্যাপারেও অবশ্যই পূর্ব ধারনা রাখতে হবে।

FAQ’s

যৌথ ব্যাংক একাউন্ট খুলতে কত সময় লাগে?

স্থানীয় ব্যাংকের শাখায় গিয়ে খুবই তাড়াতাড়ি যৌথ ব্যাংক একাউন্ট খোলা যায়। প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সকলের স্বাক্ষরিত আবেদনপত্র পূরণ করে ব্যাংক কর্মকর্তার কাছে জমাদান ও প্রাথমিক ব্যাংক জমা প্রদান করলেই যৌথ ব্যাংক একাউন্ট খোলা হয়ে যাবে।

মসজিদের জন্য ব্যাংক একাউন্ট খুলবো কিভাবে?

মসজিদ কমিটির সদস্যদের স্বাক্ষরিত রেজুলেশন সহ নির্ধারিত ব্যাংকে গিয়ে যৌথ ব্যাংক একাউন্টের জন্য আবেদন করে মসজিদের ব্যাংক একাউন্ট খোলা যায়। এক্ষেত্রে কারা অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত থাকবে এবং তারা লেনদেন করতে পারবে তা নির্ধারণ করে দিতে হবে।

সোনালী ব্যাংকে যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম কি?

যৌথ একাউন্টের জন্য আবেদনকারী সকলেই স্থানীয় সোনালী ব্যাংকের শাখা অফিসে যেতে হবে। অতঃপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্ভুলভাবে পূরণকৃত আবেদন ফরমে স্বাক্ষর করে ব্যাংক কর্মকর্তার কাছে জমা দিয়ে সোনালী ব্যাংকে যৌথ ব্যাংক একাউন্ট খোলা যায়।

শেষকথা

যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম মেনে অংশীদারগণ একাউন্ট খুলে বেশ কিছু বাড়তি সুবিধা ভোগ করে থাকে। বড় ধরনের ঋণ নিতেও যৌথ ব্যাংক একাউন্ট উপকারি। তবে একাউন্ট খোলার পূর্বেই অংশীদারদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

উপরোক্ত আলোচনা থেকে জানলাম- যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত। ব্যাংকিং ও অন্যান্য অনলাইন পরিষেবা পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।

ক্যাটাগরিব্যাংক একাউন্ট খোলার নিয়ম
হোমপেইজEservicesbd

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।