অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম ২০২৪
অনলাইনে আপনার মোবাইল থেকে আপনি নিজেই ইন্ডিয়ান ভিসার আবেদন করতে পারবেন। জানুন ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য কি কি লাগে ও অনলাইনে আবেদন করার নিয়ম।
ADVERTISEMENT
ঘরে বসেই অনলাইনে ইন্ডিয়ান ভিসার আবেদন করার নিয়ম জানতে? জানুন ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে, অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম, ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত তথ্য।
India আমাদের প্রতিবেশী দেশ। ভ্রমন, চিকিৎসা, ব্যবসা, চাকরি ইত্যাদি প্রয়োজনে আমাদের ইন্ডিয়া/ভারতে যেতে হয়। সে জন্য আমাদের প্রয়োজন হয় ভিসার। ভিসা সংগ্রহ করা অনেক ঝামেলাপূর্ণ বিষয় হলেও বর্তমানে ঘরে বসেই অনলাইনে Visa Application করা যায়।
ADVERTISEMENT
বর্তমানে ইন্ডিয়া চালু করেছে ই ভিসা। ই ভিসার জন্য আপনাকে ভিসা এপ্লিকেশন সেন্টারে লাইন ধরতে হবে না। অনলাইনে ই ভিসার আবেদন করে ৭২ ঘন্টা বা তারও কম সময়ে ইমেইলে পেয়ে যাবেন ই ভিসা।
আরও পড়তে পারেন:
ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩
ইন্ডিয়ান ভিসা করতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়। আপনার পরিচয় যাচাই করার জন্য তারা মূলত সেই নথিপত্র গুলো চেয়ে থাকে:
ADVERTISEMENT
- পাসপোর্টের আসল কপি ও ফটোকপি;
- জাতীয় পরিচয়পত্রের আসল কপি ও ফটোকপি;
- ভারতীয় Visa Size দুই কপি রঙিন ছবি। এই ছবির সাইজ হবে ২ ইঞ্চি / ২ ইঞ্চি;
- বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমানপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা যেকোন ইউটিলিটি বিলের ফটোকপি;
- শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডির কপি এবং চাকরিজীবী হলে NOC (No Objection Certificate);
- ইন্ডিয়ান ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট: সর্বনিম্ন 150$ ডলার Endorsement করার সক্ষমতা থাকতে হবে ব্যাংক একাউন্টে। এবং ব্যাংক একাউন্টে গত ছয় মাস এ কমপক্ষে ২০ হাজার টাকা ব্যালেন্স থাকার প্রমান দিতে হবে। শিক্ষার্থী হলে বাবার Bank Account দেখানো যাবে;
- আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাহলে আপনার বুকিং করা হোটেলের ঠিকানা;
- ভারতের কোন একজনের Reference;
- আপনার Family Details;
- Vaccine Certificate।
ভারতীয় ভিসা আবেদন সংক্রান্ত আরও তথ্য:
ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে
বাংলাদেশী পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার আবেদন করতে কোন ভিসা ফি নেই। তবে ভিসা প্রসেসিং ফি বাবদ ৮০০ টাকা ফি পরিশোধ করতে হয়।
অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম
অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য প্রথমে ভিজিট করুন indianvisa-bangladesh.nic.in ওয়েবসাইটে। এরপর আবেদনকারীর তথ্য, পাসপোর্টের তথ্য, ঠিকানা, পারিবারিক ও পেশাগত তথ্য, ঠিকানা ও রেফারেন্স লিখুন। ছবি আপলোড ও সকল তথ্য যাচাই করে আবেদন সাবমিট করুন। আবেদনের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে জমা দিয়ে আবেদন সম্পন্ন করুন।
ADVERTISEMENT
প্রযুক্তির এই সহজ যুগে ঘরে বসেই অনলাইনে ভিসার আবেদন করা যায়। এটি আমাদের ঝুঁকি, ঝামেলা ও খরচ কমিয়ে দেয় এবং সময় বাচায়। অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম গুলো ধাপে ধাপে ছবিসহ বিশ্লেষণ করা হলো।
ধাপ ১: ইন্ডিয়ান ভিসা ফরম পূরণ করুন
প্রথমেই, আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে indianvisa-bangladesh.nic.in এই সাইটটিতে প্রবেশ করুন।
এখান থেকে Online visa Application লেখাটিতে ক্লিক করলে আপনার সামনে ভারতীয় ভিসার আবেদন ফরম আসবে। ভিসা আবেদন ফরম পূরণের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ADVERTISEMENT
- এপ্লিকেশন ফরম এর প্রথমে আপনার Country সিলেক্ট করতে হবে।
- তারপর Indian Mission Office. বাংলাদেশের অঞ্চল ভিত্তিক অপশন আসবে। যেমন- Dhaka, Chottogram, Rajshahi, Rangpur. এখানে আপনার Mission Port টি Select করতে হবে।
- তারপর, ধাপে ধাপে আপনার Nationality, Date of Birth, Email Id দিতে হবে।
- Expected Date of Arrival এ আপনার ভিসা কবে প্রয়োজন সেই আনুমানিক তারিখ দিতে হবে।
- Visa Type এ আপনার ভিসার ধরন দিতে হবে। এক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন পাবেন।
- আপনার প্রয়োজনীয় ভিসাটি কি Tourist visa, Transit visa, Medical visa, Missionary visa, Official visa, Employment visa নাকি Entry visa তা সিলেক্ট করে নিন।
- Purpose এ আপনার ভিসা নেওয়ার কারন উল্লেখ করে। শেষে Enter Above Text এ উপরের ক্যাপচা পূরন করে কন্টিনিউ তে ক্লিক করলে আপনাকে পরবর্তী অংশে নিয়ে যাবে।
ধাপ ২: আবেদনকারীর তথ্য পূরণ করুন
- আপনার পাসপোর্ট অনুসারে Surname (নামের শেষ অংশ) Given name (নামের মূল অংশ) দিন।
- Gender সিলেক্ট করুন।
- City তে আপনার জেলাশহরে নাম লিখুন।
- Region of Birth- জন্মস্থান সিলেক্ট করুন বাংলাদেশ।
- NID নম্বর দিন। এবং নিচে আপনার ধর্ম সিলেক্ট করুন।
- Visible Identification Marks এ আপনার সনাক্তকরন চিহ্ন দিন। এখানে NID Card লিখে দিলেই হবে।
- তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা দিন। এবং আপনি কিভাবে বাংলাদেশি তা সিলেক্ট করুন। জন্মগত হলে- By Birth সিলেক্ট করুন।
ধাপ ৩: Passport Details তথ্য দিন
এখানে আপনার পাসপোর্ট এর সঠিক তথ্য প্রদান করতে হবে।
- আপনার পাসপোর্ট অনুসারে Passport Number, Place of Issue (কোথা থেকে পাসপোর্ট প্রদান করা হয়েছে সেটি), Date of Issue (পাসপোর্ট প্রদানের তারিখ), Date of Expiry (পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ তারিখ) দিতে হবে। এসব কিছুই পাসপোর্টের মেইন পেজে পেয়ে যাবেন।
- এবার Any other valid passport অপশনে যদি পুরাতন কোন পাসপোর্ট না থাকে No সিলেক্ট করে দিন। আর পূর্বের কোন পাসপোর্ট থাকলে তা পূরন করে Save and Continue তে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
ধাপ ৪: বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন
এখানে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে।
- Present Address- এ ধাপে ধাপে আপনার বাড়ির নম্বর, গ্রাম/শহর, জেলা, পোস্ট কোড ও মোবাইল নাম্বার দিন।
- তারপর আপনার Present Address ও Permanent Address যদি একই হয় তবে Click here for same address এর খালি ঘরে টিক মার্ক দিন। আর যদি ভিন্ন হয় তবে তা পূরন করুন।
ধাপ ৫: পারিবারিক তথ্য দিন
পারিবারিক কিছু সাধারন তথ্য প্রদান করতে হবে-
- Father’s Details এ বাবার নাম, জাতীয়তা, জন্মস্থান এলাকা ও জন্মগ্রহনকৃত দেশ সিলেক্ট করতে হবে।
- Mother’s Details এ একই ভাবে মায়ের নাম, জাতীয়তা, জন্মস্থান এলাকা ও জন্মগ্রহনকৃত দেশ সিলেক্ট করতে হবে।
- তারপর আবেদনকারীর বৈবাহিক অবস্থা দিতে হবে। এবং নিচের অপশন টি No সিলেক্ট করতে হবে।
ধাপ ৬: পেশার তথ্য দিন
এখানে আপনার পেশাগত তথ্য প্রদান করতে হবে-
- প্রথমেই, বর্তমান পেশা, কাজের/ব্যবসায়ের নাম, কর্মক্ষেত্রে উপাধি (পোস্ট)।
- প্রতিষ্ঠানের ঠিকানা ও ফোন নাম্বার দিতে হবে।
- তারপর, আপনি যদি কোন প্রশাসনিক সংস্থার সাথে যুক্ত না থাকেন তাহলে নিচের তীর চিহ্নিত অপশনে No সিলেক্ট করে দিন।
ধাপ ৭: ভিসা সম্পর্কিত তথ্য দিন
- প্রথমে আপনি যেই ভিসা সিলেক্ট করেছিলেন সেই ভিসা ধরন অনুযায়ী Type of Visa দেখাবে।
- ট্যুরিস্ট ভিসা হলে কোন স্থানগুলোতে ঘুরতে চান তা লিখুন।
- Duration of visa তে ভিসার মেয়াদ।
- তারপর ভিসাতে যাওয়ার expected date, ভ্রমনের নির্ধারিত পথ সিলেক্ট করতে হবে।
- ভারতে আগের কোন ভ্রমনের ভিসা না থাকলে নিচের অপশন গুলোতে No সিলেক্ট করুন।
- SAARC ভুক্ত দেশ গুলতে ভ্রমন করে থাকলে তার তথ্য প্রদান করুন।অন্যথায়, No সিলেক্ট করুন।
ধাপ ৮: ভারত ও বাংলাদেশের ২ জন ব্যক্তির Reference দিন
- প্রথমে ভারতের একজন আমন্ত্রনকারী বা আপনার পরিচিত কেউ হলে তার রেফারেন্স হিসেবে- নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিন।
- তারপর, ইমার্জেন্সি যোগাযোগের জন্য বাংলাদেশের একজন রেফেরেন্স হিসেবে নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিন।
ধাপ ৯: অতিরিক্ত তথ্যসমূহ দিন
এখানে আপনার বিভিন্ন আইনি জটিলতা সম্পর্কে প্রশ্ন করা হবে। সেক্ষেত্রে আপনি সকল অপশনে No সিলেক্ট করে দিন। এবং নিচের খালিঘর বক্সটিতে টিক মার্ক দিন।তারপর Save and Continue তে ক্লিক করুন।
ধাপ ১০: ছবি আপলোড করুন
এখানে আপনার একটি ছবি আপলোড দিতে হবে। Upload Image এ ক্লিক করে ছবি সাবমিট করতে হবে। ছবি আপলোড করা শেষ Continue বাটনে ক্লি করুন। ছবির সাইজ অবশ্যই নিম্নরূপ হতে হবে।
- ফরম্যাট- JPEG
- সাইজ – মিনিমান ১০ KB থেকে ১ MB
- ডাইমেনশন ৩৫০×৩০০ পিক্সেল
- ছবি উজ্জ্বল ও ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।
ধাপ ১১: ভারতে অবস্থানের ঠিকানা দিন
এখানে আপনার বুকিং করা হোটেল যদি থাকে তাহলে তার নাম, ঠিকানা, ইমেইল ও টেলিফোন নাম্বার প্রদান করতে হবে। তারপর Continue তে ক্লিক করলে আপনার ভিসার আবেদন কাজ শেষ।
ধাপ ১২: আবেদন সাবমিট ও Application Form প্রিন্ট করুন
তারপর আপনাকে একটি Confirm Details পেজ দেখাবে। সেখানে আপনার প্রদানকৃত তথ্য রিভিউ দিতে বলবে।
এখান থেকে নিচে স্ক্রল করে সকল তথ্য পুনরায় দেখে নিবেন। কোন ভূল হলে Modify তে ক্লিক করে তা সংশোধন করে নিন। আর সবকিছু ঠিক থাকলে Verified an Continue তে ক্লিক করুন। আপনার আবেদন টি সম্পন্ন হয়েছে।
নিচের Print Form অপশনে ক্লিক করে আপনার আবেদন পত্র টি ডাউনলোড করে নিতে পারেন। এটি সংরক্ষন করে রাখুন। আপনার ভিসা প্রসেসিং এবং হাতে পেতে এর প্রয়োজন রয়েছে।
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
ইন্ডিয়া ভিসা প্রসেসিং করার জন্য কোন এজেন্সির প্রয়োজন হয় না। প্রথমে অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম অনুযায়ী আবেদন কার্য শেষ করতে হবে। তারপর ভিসার ফি প্রদান করতে হবে। ভিসা ফি প্রদান করলে ৩-৭ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং শেষ হয়ে যাবে।
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং অবস্থা যাচাই করতে দেখুন- ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম।
ইন্ডিয়ান ভিসা ফি
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি বাবদ ৮০০ টাকা অনলাইন আবেদনের ৭ দিনের মধ্যে অনলাইনে পরিশোধ করতে হবে। ভিসা ফি পরিশোধ করার জন্য ভিজিট করুন- payment.ivacbd.com। এরপর High Commission সিলেক্ট করুন এবং আবেদনের Web File No দিন। তারপর ব্যক্তিগত তথ্য পূরণ করে অনলাইনে ভিসা ফি পরিশোধ করুন।
অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, বিকাশ, রকেট ও ব্যাংক একাউন্ট থেকে ভিসা ফি পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধের পর একটি রসিদ পাবেন যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে। এই স্লিপটি PDF হিসেবে ডাউনলোড করে নিন। পেমেন্ট রসিদটি ভিসা প্রসেসিং ফি পরিশোদের প্রমাণ হিসেবে আবেদনের সাথে জমা দিতে হবে।
ভারতীয় ভিসা আপডেট
যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান ভিসা সেন্টারসহ সকল ভিসা সেন্টারেই ভিসার আবেদন গ্রহণ ও ভিসা প্রসেসিং কার্যক্রম চলমান আছে।
FAQ’s
শেষকথা
অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম অনুসরন করে আপনি খুব সহজেই পেতে পারেন আপনার কাঙ্খিত ভিসা। সব ধরনের প্রতারনা ও বাড়তি খরচ থেকে বেচে নিজেই ভিসা সংগ্রহ করুন এভাবে।
ইন্ডিয়ান ভিসা আবেদন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর বিস্তারিত জানতে দেখুন- ইন্ডিয়ান ভিসা আবেদন সেন্টার।
আজকের আলোচনার মূল বিষয় ছিলো অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম। আপনাদের সম্পূর্ণ তথ্য প্রদানে সচেষ্ট ছিলাম সম্পূর্ণ পোস্টে। এমন উপকারী তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, ধন্যবাদ।
ক্যাটাগরি | ভিসা আবেদন |
এই ক্যাটাগরির সকল পোস্ট | Visa |
হোমপেইজে যান | Eservicesbd |
ADVERTISEMENT
মাশাআল্লাহ প্রিয় অনেক সুন্দর