হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম

আপনার একাডেমিক রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয় কি এবং কিভাবে রেজিস্ট্রেশন কার্ড বের করবেন তার বিস্তারিত প্রক্রিয়া জেনে নিন।

Advertisement

আপনার SSC বা HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে অনলাইনে আবেদন করেই তা বের করে নিতে পারবেন।

বিভিন্ন কারণে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ Academic Registration Card নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ড ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ডসহ বিভিন্ন ডকুমেন্টের নকল কপি বের করার জন্য অনলাইন আবেদন সিস্টেম চালু করেছে।

তবে কোন একাডেমিক রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেটের Duplicate কপি পাওয়ার আবেদন করার একটি প্রক্রিয়া (Procedure) আছে। কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও ফর্মালিটি পালন করতে হবে।

Advertisement

এই প্রসঙ্গে নিচে বিস্তারিত তথ্য শেয়ার করলাম, যাতে কাজটি আপনি নিজেই করতে পারেন।

রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয়

রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে আমাদের প্রথম করণীয় হচ্ছে যে এলাকায় হারিয়েছে, সেই এলাকার থানায় রেজিস্ট্রেশন কার্ড হারানোর জিডি আবেদন করা। জিডি করার পর করণীয় হচ্ছে দেশে প্রচলিত কোন দৈনিক পত্রিকায় হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইনে নকল কপির জন্য আবেদন করতে হবে।

ঢাকা বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম

হারিয়ে যাওয়া রেজিস্ট্রেশন কার্ড বের করার জন্য ‍নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Advertisement
  • প্রথমে নিকটস্থ থানায় হারানোর জিডি করুন;
  • দৈনিক পত্রিকায় হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করুন;
  • অনলাইনে নকল রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের আবেদন করুন;
  • অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন;
  • আবেদন অনুমোদন হলে, বোর্ড থেকে আপনার রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করুন।

থানায় জিডি করতে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে, অবশ্যই আপনার নাম, পিতার নাম, জন্ম তারিখ, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ডের নাম উল্লেখ করতে হবে।

এবার দেখে নিই কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন।

রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের অনলাইনে আবেদন প্রক্রিয়া

রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করার পূর্বে আপনার কম্পিউটার বা মোবাইলে জিডি কপি ও পত্রিকায় বিজ্ঞাপনের একটি কপি স্ক্যান করে আপনার কম্পিউটারে বা মোবাইলে সংরক্ষণ করুন। তারপরই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করবেন।

ধাপ ১: আপনার রেজিস্ট্রেশনের তথ্য সার্চ করুন

ভিজিট করুন Dhaka Board Online Application মেন্যু এবং এখান থেকে “ডকুমেন্ট উত্তোলনের আবেদন” অপশন থেকে “আবেদন ফরম” অপশনে যান।

Advertisement

এখান থেকে “(রেজিস্ট্রেশন কার্ড (হারানো/নষ্ট হলে)” অপশনটি সিলেক্ট করুন। এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের সেশন অনুসারে ধরণ সিলেক্ট করতে হবে।

এরপর আপনার Exam, Exam Year সিলেক্ট করুন, Roll Number ও Registration Number লিখে Find বাটনে ক্লিক করুন। আপনার সব তথ্য স্ক্রীনে দেখানো হবে।

ধাপ ৩: ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

স্ক্রীনে আপনার সব তথ্য ঠিক থাকলে নিচে স্ক্রল করুন। এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে, নিজের ছবি, জিডি কপি এবং পত্রিকায় বিজ্ঞাপনের কপি আপলোড করতে হবে।

ধাপ ৪: আবেদন জমা দিন ও প্রিন্ট কপি সংগ্রহ করুন

সব ডকুমেন্ট আপলোড করার পর Submit বাটনে ক্লিক করে আবেদন জমা দিন। আবেদন Submit হলে আপনার মোবাইলে একটি Username ও Password পাঠানো হবে। এগুলো Save রাখবেন।

Advertisement

এই Username ও Password ব্যবহার করে লগইন করে চেক করতে পারবেন আপনার আবেদনের অবস্থা চেক করতে পারবেন।

আবেদন জমার পর স্ক্রীনে একটি Acknowledgment কপি আসবে, Print বাটনে ক্লিক করে এটি প্রিন্ট করুন অথবা PDF হিসেবে Save করে রাখুন।

ধাপ ৫: পেমেন্ট সম্পন্ন করুন

এই ধাপে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড বের করার জন্য যে আবেদন করছেন তার ফি পরিশোধ করতে হবে। এই ফি যে কোন ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। সবচেয়ে সহজ বিকাশে পেমেন্ট করা।

পেমেন্ট করার জন্য Sonali Slip অপশনে ক্লিক করুন।

Sonali Bank এর Payment Gateway চালু হবে। বিকাশ থেকে পেমেন্ট করার জন্য Mobile Banking অপশন সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন।

পেমেন্ট করার পর সোনালী ব্যাংকের একটি পেমেন্ট স্লিপ তৈরি হবে। সেটি প্রিন্ট করে নিন, অথবা প্রিন্টার না থাকলে Print as PDF দিয়ে PDF ফাইল হিসেবে Save করে নিন।

ব্যাস, রেজিস্ট্রেশন কার্ড বের করার অনলাইন আবেদন সম্পন্ন হয়ে গেল।

যেভাবে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবেন

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য অনলাইন আবেদনের কপি, পেমেন্ট স্লিপের কপি নিয়ে বোর্ডের অফিসে যেতে হবে।

Note: অন্যান্য বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড বের করার উপায় শিগ্রই এখানে আপডেট করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয়

National University বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে প্রথমে থানায় জিডি করতে হবে এবং দৈনিক পত্রিকায় হারানোর বিজ্ঞপ্তি দিতে হবে। এরপর জিডি কপি ও পত্রিকায় বিজ্ঞপ্তি উপস্থাপন করে আপনার কলেজের অধ্যক্ষের বরাবর লিখিত আবেদন করতে হবে।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।