জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২৪

জিপিএফ অগ্রিম উত্তোলনের জন্য জিপিএফ স্লিপ ও জিপিএফ লোন ফরম পূরণ করে অফিসের প্রধানের কাছে দরখাস্ত জমা দিতে হবে। জানুন GPF Loan নিয়ে বিস্তারিত।

জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম
  • Save

ADVERTISEMENT

জিপিএফ অর্থ- General Provident Fund অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ তহবিল। এটি একটি সরকারি সঞ্চয় কর্মসূচি, যেখানে সরকারি কর্মচারীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে নিয়ে সঞ্চয় হিসেবে ভবিষ্যতের জন্য রাখা হয়।

কর্মচারীরা তাদের জরুরি প্রয়োজনে জিপিএফ তহবিল থেকে অগ্রিম টাকা উত্তোলন করতে পারে। এজন্য বেশ কিছু নিয়ম রয়েছে। তাহলে চলুন জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

ADVERTISEMENT

জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম – GPF Withdraw P

জিপিএফ অগ্রিম উত্তোলনের জন্য জিপিএফ স্লিপের কপিজিপিএফ লোন ফরম পূরণ করে অফিসের প্রধানের কাছে আবেদন করতে হবে। অফিস প্রধান লোন অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট আবেদন ফরওয়ার্ড করবে। অনুমোদন পাওয়ার পর আপনার অফিসের মাধ্যমে বিল তৈরি করে হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে পাশ করে টাকা তুলতে পারবেন।

জিপিএফ অগ্রিম উত্তোলন এবং জিপিএফ লোন একই বিষয়। জিপিএফে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৭৫% ‍অগ্রিম হিসেবে উত্তোলন করা যায়। জিপিএফে সর্বোচ্চ ৪৮ কিস্তি এবং সর্বনিম্ন ১২ কিস্তিতে পরিশোধ করতে হয়।

ADVERTISEMENT

জিপিএফ লোন নেওয়ার নিয়ম ধাপে ধাপে নিম্নে তুলে ধরা হলো- 

ধাপ ১ – জিপিএফ স্লিপ সংগ্রহ করুন

হিসাব রক্ষণ অফিস বা আইবাস++ হতে অনলাইনে জিপিএফ স্লিপ  সংগ্রহ করতে হবে। এটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার একাউন্টে কত টাকা আছে।

কর্মচারীদের জিপিএফ স্লিপ সংগ্রহ

অফিসারদের জিপিএফ স্লিপ সংগ্রহ 

অফিসাররা তাদের আইবাস++ আইডি থেকে জিপিএফ রিপোর্ট অপশন থেকে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারবে। জিপিএফ স্লিপ ডাউনলোডের প্রক্রিয়া আর্টিকেল এর শেষ অংশে বিস্তারিতভাবে তুলে ধরেছি।

ADVERTISEMENT

ধাপ ২ – জিপিএফ লোন ফরম  

জিপিএফ থেকে অগ্রিম অর্থ পাওয়ার জন্য একটি আবেদন ফরম পূরণ করতে হবে।

জিপিএফ লোন ফরম ডাউনলোড: GPF Loan Form

উপরোক্ত লেখাটিতে ক্লিক করে আবেদন ফরমটি দেখতে পাবেন। এই আবেদনে আপনাকে অগ্রিমের পরিমাণ, উদ্দেশ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।

ADVERTISEMENT

ধাপ ৩ – লিখিত আবেদন করুন

আপনি জিপিএফ থেকে অগ্রিম টাকা উত্তোলন করতে চাচ্ছেন এই মর্মে আপনার অফিসের প্রধানের কাছে একটি দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তের সাথে জিপিএফ স্লিপ এবং পূরণ করা আবেদন ফরমও জমা দিতে হবে। অফিস প্রধান জিপিএফ মঞ্জুরকারী কর্তৃপক্ষের কাছে আপনার ফরম ও জিপিএফ স্লিপটি পাঠিয়ে দিয়ে দিবেন। 

ধাপ ৪ – মঞ্জুরি ও টাকা প্রাপ্তি

আপনার আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যালোচনা করে মঞ্জুরী আদেশ জারি করবে। মঞ্জুরী পত্র পাওয়ার পর আপনার দপ্তরের মাধ্যমে বিল তৈরি করে হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে পাশ করে টাকা তুলতে পারবেন।

জিপিএফ অগ্রিম উত্তোলন

সাধারণ ভবিষ্যৎ তহবিল তথা জিপিএফ থেকে দুই ধরনের অগ্রিম গ্রহণ করা যায়। যথা-

  • ফেরতযোগ্য  অগ্রিম;
  • অফেরতযোগ্য অগ্রিম

জিপিএফ ফেরতযোগ্য অগ্রিম

  • জিপিএফ এ সঞ্চয়কৃত অর্থের ৭৫% উত্তোলন করা যায়।
  • ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪টি অগ্রিম নেয়ার সুযোগ আছে। 
  • অগ্রিম নেওয়া টাকা চালানে জমা দেয়া যায় না। ৫% মুনাফা সহ কিস্তিতে পরিশোধ করতে হয়।
  • সর্বোচ্চ ৫০ কিস্তি এবং সর্বনিম্ন ১২ কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এক মাসে একের অধিক কিস্তি দিতে পারেন। 

জিপিএফ অফেরতযোগ্য অগ্রিম

  • সরকারি কর্মচারীর বয়স ৫২ বছর বা তার বেশি হলে উত্তোলন কৃত অর্থ ফেরত দিতে হবে না। এটিকে জিপিএফ অফেরতযোগ্য অগ্রিম বলা হয়ে থাকে।
  • এক্ষেত্রে জিপিএফ এ সঞ্চয়কৃত অর্থের ৮০% উত্তোলন করা যায়।

জিপিএফ লোন পরিশোধের নিয়ম

ফেরতযোগ্য জিপিএফ লোন কিস্তির মাধ্যমে জমা করা বাধ্যতামূলক। জিপিএফ অগ্রিম নেওয়ার জন্য ফরম পূরণের সময় যত কিস্তিতে টাকা পরিশোধের কথা উল্লেখ করেছেন তত কিস্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে।

মনে করুন, আপনি ৪৮ কিস্তিতে টাকা পরিশোধ করতে চান। তাহলে আপনাকে  সুদ হিসেবে একটি কিস্তি অতিরিক্ত দিতে হবে অর্থাৎ মোট ৪৯ টি কিস্তি দিতে হবে।

জিপিএফ ব্যালেন্স চেক ও জিপিএফ স্লিপ ডাউনলোড 

পেনশন এন্ড ম্যানেজমেন্ট এর ওয়েবসাইটের –  https://www.cafopfm.gov.bd/ এই লিংকটির মাধ্যমে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন এবং জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারবেন।

তবে মনে রাখা প্রয়োজন উপরোক্ত প্রক্রিয়ায় শুধুমাত্র স্টাফ বা কর্মচারীগণ তাদের ব্যক্তিগত জিপিএফ তথ্য চেক করতে পারবে। অফিসাররা পারবে না। অফিসারদের জন্য IBAS++  ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

IBAS++ ওয়েবসাইট থেকে জিপিএফ স্লিপ  ডাউনলোড 

ibas++ ওয়েবসাইট থেকে কর্মচারী বা অফিসার যে কেউ তার জিপিএফ স্লিপ ডাউনলোড করে ব্যালেন্স চেক করতে পারেন। নিচের ধাপ গুলো অনুসরণ করে খুব সহজে জিপিএফ স্লিপ ডাউনলোড করতে পারবেন।

  1. IBAS++ এ লগইন করুন
  2. Accounting or Budget Execution ক্লিক করুন
  3. GPF Management  এ ক্লিক করুন
  4. GPF Reports  এ ক্লিক করুন
  5. List থেকে GPF Accounts Slip নির্বাচন করুন
  6. আর্থিক বছর নির্বাচন করুন
  7. স্টাফ বা অফিসারের  NID ইনপুট করুন
  8. Run Report এ ক্লিক করুন
  9. জিপিএফ স্লিপ pdf এ প্রদর্শিত হলে ডাউনলোড করুন

যেসব কারণে জিপিএফ অগ্রিম দিয়ে থাকে

  • কোনো জরুরি চিকিৎসার জন্য।
  • বাড়ি মেরামত বা নির্মাণের জন্য।
  • সন্তানের উচ্চশিক্ষার জন্য।
  • কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে।

এছাড়া অগ্রিম দেওয়ার জন্য আরও বেশ কিছু কারণ  রয়েছে।

জিপিএফ লোনের হিসাব

জিপিএফ লোনের হিসাব বের করার জন্য নিচের জিপিএফ হিসাব ক্যালকুলেটর টি ব্যবহার করুন। ক্যালকুলেটরে প্রয়োজনীয় তথ্য প্রদান করে লোনের হিসাব করতে পারবেন।

জিপিএফ হিসাব ক্যালকুলেটর
  • Save
জিপিএফ হিসাব ক্যালকুলেটর

জিপিএফ ক্যালকুলেটর: https://www.cafopfm.gov.bd/calculator.php

FAQs

জিপিএফ এর পূর্ণরূপ হলো GPF – Government Provident Fund (জেনারেল প্রভিডেন্ট ফান্ড)। যার বাংলা অর্থ সাধারণ ভবিষ্য তহবিল।

মূল বেতনের সর্বনিম্ন ৫% এবং সর্বোচ্চ ২৫ পার্সেন্ট জিপিএফ হিসেবে জমা রাখতে পারবেন।

সাধারনত জিপিএফে সঞ্চিত অর্থের উপর সুদ যুক্ত হয় বলে এটি হারাম। তবে এই বিষয়ে বিভিন্ন আলেমদের বিভিন্ন যুক্তি ও দৃষ্টিভঙ্গিতে মতভেদ রয়েছে। জিপিএফের টাকা হালাল কিনা বিস্তারিত জানতে পড়তে পারেন – জিপিএফ কি হালাল?

জিপিএফ লোন সর্বোচ্চ ৪৮ কিস্তিতে পরিশোধ করা যায়?

আশা করি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম, জিপিএফ কিস্তি পরিশোধ, জিপিএফ ব্যালেন্স চেক ইত্যাদি বিষয়ে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন।

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।