কানাডা ভিসা আবেদন ফরম পূরণের নিয়ম ২০২৩
নিজেই কানাডা ভিসা আবেদন ফরম কিভাবে পূরণ করবেন এবং ভিসা আবেদন ফি কত বিস্তারিত তথ্য শেয়ার করা হলো। এছাড়া জেনে নিন ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে।
ADVERTISEMENT
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় সুন্দর দেশ কানাডা। এখানে জানুন কানাডার ভিসা ক্যাটাগরি, সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়, কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করার নিয়ম, কানাডা ভিসার খরচ ও সময়, কানাডা স্টুডেন্ট ভিসা, কানাডা ওয়ার্ক ভিসা, কানাডা ভিসা প্রসেসিং এজেন্সি ইন বাংলাদেশ সম্পর্কে।
আজকে জানবো সেখানে যাওয়ার কানাডা ভিসা আবেদন ফরম সম্পর্কে।
ADVERTISEMENT
কানাডা ভিসা আবেদন করার নিয়ম
কানাডায় যাওয়ার জন্য আপনাকে সরকারি ওয়েবসাইটে canada.ca আবেদন করতে হবে। অনলাইনে আপনি প্রায় সকল কিছুই করতে পারবেন। এরপর আপনার Biometric তথ্য দেওয়ার জন্য কানাডিয়ান কনস্যুলেটে যেতে হবে। সেখানে আপনার ছবি তুলা ও ফিঙ্গারপ্রিন্ট/ আঙ্গুলের ছাপ নেওয়া হবে।
ভিসা আবেদন করার পূর্বে অবশ্যই আপনার কি কি কাগজপত্র লাগবে, তা ভালভাবে জেনে সংগ্রহ করে নিন। Canada Visa Application এর জন্য প্রয়োজনীয় শর্ত, কাগজপত্র ও নিয়মকানুন জানতে দেখুন Canada Work Permit Application Guide।
ADVERTISEMENT
আরও পড়ুন:
কানাডা ভিসা আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- প্রথমে ভিজিট করুন Work in Canada লিংকে এবং Menu থেকে Immigration and citizenship এ যান।
- তারপর প্রথমে আপনাকে Sign in or Create an account to apply online এ ক্লিক করে একাউন্ট রেজিস্টার করুন।
- আপনার ইমেইলে আসা কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
- তারপর Find an application form এ ক্লিক করে আপনার পছন্দের ভিসার জন্য ফরম সিলেক্ট করে আবেদন করুন।
- আপনার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র আপলোড করুন।
- আবেদন সম্পূর্ণ করার জন্য Pay your fees এ ক্লিক করে ফি পরিশোধ করতে হবে।
কানাডা ভিসা আবেদনের জন্য কি কি লাগে
- ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট;
- পুলিশ ক্লিয়ারেন্স;
- মেডিক্যাল রিপোর্ট;
- IELTS Certificate (Minimum Score 6.00)
- আবেদনকৃত কানাডা ভিসা আবেদন ফরমের প্রিন্ট কপি;
- ভিসা ফি প্রদানের মাধ্যম (ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড);
- বিবাহিতদের জন্য Marriage Certificate (ইংরেজিতে)
- কানাডিয়ান কনস্যুলেট থেকে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি;
- আর্থিক উৎসের প্রমান দিতে হবে। এবং ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ১০ লক্ষ টাকা দেখাতে হবে
- ভিসার মেয়াদ শেষ হলে ফিরে আশার প্রতিশ্রুতিপত্র;
- নাগরিক অবস্থার নথিপত্র হিসেবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে হবে।
উক্ত ডকুমেন্ট গুলো নিকটস্ত কানাডিয়ান কনস্যুলেটে প্রদান করে ভিসা প্রসেসিং শুরু করতে হবে।
ADVERTISEMENT
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা ওয়ার্ক ভিসা আবেদন ফরম লিংক– https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/work-canada.html।
কানাডায় Visitor Visa আবেদন করতে পারেন একইভাবে। ভিজিটর ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে দেখুন- How to apply for a visitor visa in Canada.
কানাডা ভিসা খরচ
কানাডায় যেতে একেক ধরনের ভিসার জন্য একেক রকম খরচ হয়। কানাডা ভিসার সরকারি ফি’র তালিকা নিচে দেয়া হলো:
ADVERTISEMENT
Visa | Fee $CAN | Fee BDT |
---|---|---|
Electronic travel authorization (eTA) | 7 | 573 |
ভিজিট ভিসা (Single or Multiple entry) | 100 | 8186 |
International Experience Canada | 161 | 13180 |
Study permit (including extensions) | 150 | 12280 |
ওয়ার্ক পারমিট (এক্সটেনশন সহ) | 155 | 12689 |
ওয়ার্ক পারমিট (এক্সটেনশন সহ) (৩ জন বা তার বেশি আর্টিস্টের গ্রুপ) | 465 | 38068 |
ভিজিট ভিসা ফ্যামেলি (৫ জন বা তার বেশি) | 500 | 40933 |
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এর আবেদন সম্পূর্ণ করার পর ভিসা প্রসেসিং হতে প্রায় ৭২ ঘন্টা সময় লাগতে পারে। তবে সম্পূর্ণ প্রক্রিয়াকরন শেষ করে ভিসা গ্রান্টেড হতে কয়েক সপ্তাহ সময় নিতে পারে।
কানাডা ভিসা আবেদন কেন্দ্র
আপনি সরাসরি কানাডা ভিসা আবেদন ক্রেন্দ্রের মাধ্যমে কোন রকম ঝামেলা ছাড়াই ভিসার জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশে ৩টি কানাডা ভিসা আবেদন কেন্দ্র আছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। নিচের এগুলোর ঠিকানা দেয়া হলো।
Dhaka | Canada Visa Application Centre 4th Floor, Delta Life Tower, Plot 37, Road 90, North Gulshan Avenue, Gulshan-2, Dhaka-1212, Bangladesh |
Chittagong | Canada Visa Application Centre World Trade Centre, 5th Floor, 102-103, Agrabad, C/A, Chittagong, Bangladesh |
Sylhet | Canada Visa Application Centre 7th Floor, Nirvana Inn, Mirza Jungle Road, Ramerdhigir par, Sylhet-3100, Bangladesh |
FAQ’s
কানাডা ওয়ার্ক পারমিট ভিসায় গেলে প্রায় ৭ লক্ষ টাকা খরচ হয়। পাশাপাশি ব্যাংক ব্যালেন্স ১০ লক্ষ টাকা দেখাতে হয়।
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ পূরন করতে হলে canada.ca ওয়েবসাইট এ পাওয়া যায়।
কানাডা ভিসা প্রসেসিং ফি ১৫০০০ টাকা।
কানাডায় প্রতিবছর প্রায় ৩ লক্ষ কর্মী নিয়োগ করা হয়।
শেষকথা
আবেদন করার সময় ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক, কোন মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা উচিত হবে না। এছাড়া ভাল কোন এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে চেষ্টা করবেন।
যদি নিজে নিজে আবেদন করেন সবচেয়ে ভাল হয় এসব বিষয়ে দক্ষ কারো পরামর্শ নিয়ে চাকরীর আবেদন এবং ভিসার আবেদন করবেন।
আশা করি আপনাদের কানাডা যাওয়া সম্পর্কে বিস্তারিত ও উপকারী তথ্য দিতে পেড়েছি। এরকম উপকারী তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, ধন্যবাদ।
কানাডা ভিসা আবেদন সংক্রান্ত আরও তথ্য
ADVERTISEMENT