আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড | PDO Certificate Download

বিএমইটি থেকে পিডিও ট্রেইনিং শেষে ফি পরিশোধ করে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে করতে হয়। জানুন কিভাবে PDO সার্টিফিকেট ডাউনলোড করবেন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
  • Save

ADVERTISEMENT

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে Ami Probashi অ্যাপে লগইন করুন। এরপর Pre-departure Orientation অপশনে যান। Download Certificate বাটনে ক্লিক করে সার্টিফিকেট ফি 100 টাকা পেমেন্ট করুন। সবশেষে আবার Download Certificate বাটনে ক্লিক করে Ami Probashi Certiciate ডাউনলোড করতে পারবেন।

আপনার সুবিধার্থে Ami Probashi Certificate Download করার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ছবিসহ দেখানো হলো। আপনি যদি এখনো আমি প্রবাসী রেজিস্ট্রেশন করে না থাকেন, Ami Probashi Registration করে নিন।

ADVERTISEMENT

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

মোবাইলে আমি প্রবাসী PDO Certificate Download করার জন্য নিচের দেখানো ধাপগুলো অনুসরণ করুন:

  • আমি প্রবাসী এপে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন;
  • Pre-Departure Orientation অপশনে যান;
  • Download Certificate বাটনে ক্লিক করুন এবং পেমেন্ট অপশন বাছাই করুন;
  • মোবাইল ব্যাংকিং বা ব্যাংক থেকে ১০০ টাকা পেমেন্ট করুন;
  • এবার, Download Certifciate বাটনে আবার ক্লিক করলে সার্টিফিকেট ডাউনলোড হবে। আপনি চাইলে এখন amiprobashi.com ওয়েবসাইট থেকেও Certificate ডাউনলোড করতে পারবেন।
আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড
  • Save
আমি প্রবাসী সার্টিফিকেট ফি পরিশোধ করার নিয়ম
  • Save

amiprobashi.com ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড

আমি প্রবাসী ওয়েবসাইট থেকে আমি প্রবাসী পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে অ্যাপ থেকে সার্টিফিকেটের ফি পরিশোধ করতে হবে। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ADVERTISEMENT

  • ভিজিট করুন amiprobashi.com;
  • Menu থেকে পিডিও > সার্টিফিকেট ডাউনলোড ক্লিক করুন;
  • Passport Number দিন;
  • Captcha পূরণ করে Search করুন;
  • Certificate এর PDF ফাইল ডাউনলোড করুন।
আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড
  • Save

আমি প্রবাসী PDO সার্টিফিকেট কি

বিদেশ যাওয়ার পূর্বে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শমূলক একটি ওরিয়েন্টেশন ট্রেইনিং করানো হয় বিএমইটি থেকে। এই প্রশিক্ষণ সফলভাবে শেষ হওয়ার পর তার স্বীকৃতিস্বরুপ যে সার্টিফিকেট দেয়া হয়, তাকেই PDO বা Pre-departure Orientation সার্টিফিকেট বলে।

এই ট্রেইনিংয়ের জন্য আপনাকে আবেদন করার জন্য আগে আমি প্রবাসী রেজিস্ট্রেশন করতে হবে।

Ami Probashi এনরোলমেন্ট কার্ড ডাউনলোড

Pre-departure Orientation সেশন বুক করার পরে আপনি একটি এনরোলমেন্ট কার্ড পাবেন। ট্রেনিং ক্লাসে উপস্থিত হওয়ার জন্য কার্ডটি প্রয়োজন হবে। অনলাইন থেকেও পাসপোর্ট নম্বর দিয়ে এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

ADVERTISEMENT

প্রবাসীদের বিভিন্ন সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র এবং ডিজিটাল ব্যাংকিং নিয়ে আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন – eservicesbd.com এবং আমাদের ফেসবুক পেইজ ফলো করুন- Eservicesbd

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য Ami Probashi অ্যাপে লগইন করুন অথবা ভিজিট করুন amiprobashi.com। এরপর মেন্যুতে Training Certificate অপশন থেকে General Certificate Download অথবা Housekeeping Certificate Download ক্লিক করে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

প্রবাসী সেবা নিয়ে আরও তথ্য

FAQs

আমি প্রবাসী সার্টিফিকেটের ফি কত?

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ১০০ টাকা ফি পরিশোধ করতে হয়।

ADVERTISEMENT

আমি প্রবাসী এনরোলমেন্ট কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়?

আমি প্রবাসী ওয়েবসাইট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। ট্রেনিং ক্লাসে উপস্থিত হওয়ার জন্য কার্ডটি প্রয়োজন হবে।

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।