পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময় কত দিন, কোথায় পাবেন?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যে রেডি হয়ে যায়। অনলাইনে আবেদন করার সময় যে থানায় ঠিকানা দিয়েছেন, সেই থানাতেই এটি পৌঁছে যায়।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময়

বিদেশে চাকরি, উচ্চশিক্ষা বা ইমিগ্রেশনের মতো কাজে আবেদন করার সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রায় সব ক্ষেত্রেই দরকার হয়। কিন্তু আবেদন করার পর সবার প্রথম প্রশ্ন থাকে—“সার্টিফিকেটটা হাতে পেতে কতদিন লাগবে?” আরেকটা বড় প্রশ্ন—“এটা আসলে কোথা থেকে সংগ্রহ করতে হয়?”

বিস্তারিত দেখুন ডেলিভারি সময় কতদিন লাগে, কেন দেরি হয়, কোথায় পাবেন, ডেলিভারি নিতে কি কি লাগে, কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কীভাবে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবেন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময় কতদিন

বাংলাদেশে সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে ৭ থেকে ১৫ কার্যদিবস সময় লাগে। তবে এই সময় নির্ভর করে কয়েকটি বিষয়ে—

  • স্থানীয় থানার ভেরিফিকেশন কত দ্রুত হয়
  • আপনার জমা দেওয়া কাগজপত্রে কোনো ভুল আছে কি না
  • আপনার এলাকার পুলিশ অফিসে আবেদন সংখ্যার চাপ কতটা

কেউ কেউ পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার ৭–৮ দিনে সার্টিফিকেট পেয়ে যান, আবার কারও কারও ক্ষেত্রে ১৫ দিনেরও বেশি সময় লেগে যেতে পারে। বিদেশে থেকে আবেদন করলে দূতাবাস/কনস্যুলেটের মাধ্যমে অতিরিক্ত এটেস্টেশন লাগার কারণে কয়েকদিন বেশি সময় ধরা উচিত।

কেন ডেলিভারি সময় ভিন্ন হয়

অনেকেই প্রশ্ন করেন—“কেউ এত দ্রুত পায়, আর আমারটা দেরি হলো কেন?” এর মূল কারণ হলো থানা পর্যায়ের ভেরিফিকেশন। প্রতিটি আবেদনের তথ্য স্থানীয় থানায় পাঠানো হয়। তারা আপনার ঠিকানা ও তথ্য যাচাই করে রিপোর্ট দেয়। এই ধাপ দ্রুত শেষ হলে সার্টিফিকেটও দ্রুত ইস্যু হয়।

তাছাড়া, কাগজপত্র অসম্পূর্ণ থাকলে ফাইল আটকে যায়। আর বড় শহর বা জেলায় যেখানে প্রতিদিন হাজারো আবেদন জমা পড়ে, সেখানকার প্রসেস কিছুটা সময়সাপেক্ষ হয়।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোথায় পাবো?

ডেলিভারি কোথায় হবে? আবেদনের সময় আপনি যেই ঠিকানা দিয়েছেন, সেই ঠিকানার সংশ্লিষ্ট থানা বা জেলা পুলিশ অফিস থেকেই ডেলিভারির ব্যবস্থা করা হয়। সাধারণত সার্টিফিকেট রেডি হলে ফোনে জানানো হয় এবং আপনাকে বা আপনার অথরাইজড ব্যক্তিকে এসে রিসিভ করতে বলা হয়।

যদি আপনি বিদেশে থাকেন, তাহলে আবেদনকালে যাকে অথরাইজ করেছেন তিনি বাংলাদেশে থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এজন্য সাধারণত একটা অথরাইজেশন লেটার দিতে হয়।

পুলিশ ক্লিয়ারেন্স ডেলিভারী নিতে কি কি লাগবে?

পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডেলিভারি নিতে আপনার পাসপোর্টের কপি অথবা আবেদনের কপি সাথে নিয়ে থানায় যেতে হবে। আর যদি আপনি বিদেশে থাকেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট এম্বাসি কর্তৃক সত্যায়িত/জাস্টিস অব পিস কর্তৃক সত্যায়িত অথোরাইজেশন লেটার নিয়ে যেতে হবে।

কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক করবেন

আবেদন করার পর পুলিশ ক্লিয়ারেন্স কবে হাতে পাবেন সেটা চেক করার ২টি উপায় আছে। এসএমএস দিয়ে অথবা অনলাইনে।

SMS দিয়ে

মোবাইল থেকে লিখুন PCC S [রেফারেন্স নম্বর] এবং পাঠান ২৬৯৬৯ নাম্বারে। কয়েক সেকেন্ডের মধ্যে ফিরতি মেসেজে আপনার আবেদন কোন ধাপে আছে তা জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে

আবেদনের সময় আপনি যে ওয়েবসাইট ব্যবহার করেছেন pcc.police.gov.bd-এ লগইন করে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন। অনেকে SMS না পাঠিয়ে সরাসরি ওয়েবসাইট থেকেও আপডেট চেক করে থাকেন।

পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত ডেলিভারি পাওয়ার টিপস

অনেকেই চান সার্টিফিকেট যত দ্রুত সম্ভব হাতে পেতে। এর জন্য কিছু ছোটখাটো ব্যাপারে খেয়াল রাখলেই দেরি এড়ানো যায়।

প্রথমেই নিশ্চিত করুন পাসপোর্টের তথ্য সঠিকভাবে আবেদন ফর্মে লিখেছেন। চালানের কপি এবং ছবি সঠিক সাইজে আপলোড করুন।

যদি বিদেশে থাকেন, তবে দূতাবাসের নিয়ম মেনে অথরাইজেশন লেটার ও পাসপোর্ট কপির এটেস্টেশন আগে থেকেই সম্পন্ন করে নিন। আর থানার ভেরিফিকেশন প্রসেসে সহযোগিতা করলে কাজ অনেক দ্রুত এগোয়।

FAQs

না, সাধারণত থানা বা জেলা পুলিশ অফিস থেকে কল করে জানানো হয় এবং আপনাকে বা আপনার মনোনীত ব্যক্তিকে সরাসরি রিসিভ করতে হয়।

না, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর্জেন্ট ডেলিভারী সার্ভিস নেই। তবে কাগজপত্র নিখুঁত হলে এবং থানার ভেরিফিকেশন দ্রুত হলে অনেকেই এক সপ্তাহের মধ্যেই সার্টিফিকেট পেয়ে যান।

বাংলাদেশে ইস্যুকৃত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত ৬ মাস পর্যন্ত বৈধ থাকে

শেষ কথা

সব মিলিয়ে বলা যায়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ডেলিভারি সময় সাধারণত ৭–১৫ কার্যদিবস। ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত হলে ফোন দিয়ে আপনাকে জানানো হতে পারে, অথবা আপনি থানায় খোঁজ নিতে পারেন। বিদেশে থাকলে অথরাইজড ব্যক্তি বাংলাদেশে থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

তাই আবেদন করার সময় সঠিক তথ্য দিয়ে সাবমিট করুন, SMS বা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক করুন এবং মনে রাখুন—যদি কোনো সমস্যা না থাকে তবে খুব দ্রুতই আপনার সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন।

Information Source: Police Clearance

Similar Posts

মন্তব্য করুন