অনলাইনে সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন করার নিয়ম – Upension gov bd

জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট www.upension.gov.bd সাইটে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে নিবন্ধন করুন। তারপর ১ম কিস্তির চাঁদা অনলাইনে পরিশোধ করে সর্বজনীন পেনশনের আবেদন করতে পারবেন।

সর্বজনীন পেনশন অনলাইন আবেদন করার নিয়ম
  • Save

ADVERTISEMENT

দেশের প্রাপ্তবয়স্ক জনগণকে পেনশনের আওতায় আনার উদ্দেশ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থা (Universal Pension Scheme বা U Pension bd) চালু করেছে বর্তমান সরকার। ১৭ আগস্ট ২০২৩ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন।

সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবী ছাড়া ১৮ বছরের বেশি বয়সী যে কোন ব্যক্তি মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক চাঁদা দিয়ে পেনশন সুবিধার আওতায় আসতে পারবেন।

ADVERTISEMENT

আপাতত পেনশন ব্যবস্থায় ৪টি ভিন্ন সর্বজনীন পেনশন স্কীম রয়েছে; এগুলো হলো, প্রবাস, প্রগতি, সুরক্ষা আর সমতা। ভবিষ্যতে আরও ২টি Scheme সুবিধাজনক সময়ে চালু করা হবে। সর্বজনীন পেনশনের বিভিন্ন প্যাকেজের মাসিক চাঁদা ও পেনশনের পরিমাণ জানতে দেখুন- সর্বজনীন পেনশন স্কিম

অনলাইনে অথবা সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে এই সর্বজনীন পেনশনের জন্য আবেদন করা যাবে এবং অনলাইনে Sonali Bank Payment Gateway এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট বা যে কোন ব্যাংক থেকে চাঁদা জমা দেয়া যাবে।

সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন করতে কি কি লাগে

Universal Pension বা সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন করতে আপনার প্রয়োজন হবে:

  • জাতীয় পরিচয় পত্র, অথবা জন্ম নিবন্ধন, অথবা পাসপোর্ট;
  • মোবাইল নম্বর ও ইমেইল এ্যাড্রেস;
  • ব্যাংক একাউন্ট নম্বর;
  • নমিনির জাতীয় পরিচয়পত্র নম্বর;
  • নমিনির মোবাইল নম্বর;

আসুন এবার জেনে নিই, আপনি কিভাবে এই সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করবেন।

অনলাইনে সর্বজনীন পেনশনের আবেদন করার নিয়ম

সর্বজনীন পেনশন আবেদন করার জন্য সর্বজনীন পেনশন ওয়েবসাইট www.upension.gov.bd ভিজিট করে NID, Mobile Number ও ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর স্কিমের তথ্য, ব্যাংক একাউন্ট ও নমিনির তথ্য পূরণ করে সর্বজনীন পেনশন আবেদন জমা দিন। তারপর অনলাইনে ১ম কিস্তি পরিশোধ করে পেনশনার আইডি তৈরি করুন।

ADVERTISEMENT

আবেদন করার পূর্বে অবশ্যই ইউপেনশন আবেদনের সকল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিবেন।

অনলাইনে আবেদনের বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো। প্রয়োজনে পেনশন আবেদন করার নিয়ম ভিডিও দেখতে পারেন।

ধাপ ১: পেনশনার রেজিস্ট্রেশন করুন

সর্বজনীন পেনশন অনলাইন আবেদন করতে প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন www.upension.gov.bd এই ওয়েবসাইটে। উপরের ডান পাশ থেকে পেনশনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।

ADVERTISEMENT

সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন
  • Save

এখানে দেখতে পাবেন একটি প্রত্যয়ন, এগুলো ঠিক থাকলে আমি সম্মত আছি এই বাটনে ক্লিক করুন। আপনার জন্য প্রযোজ্য পেনশন স্কিমটি বাছাই করুন।

সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন
  • Save

এরপর আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও একটি সঠিক ইমেইল এড্রেস দিন। তারপর ছবিতে দেখানো ক্যাপচা কোডটি হুবুহু নিচের বক্সে লিখে পরবর্তী পেইজ বাটনে ক্লিক করুন।

আপনার মোবাইলে আসা ৬ ডিজিটের OTP কোডটি দিয়ে পরবর্তী পেইজে যান।

ধাপ ২: সর্বজনীন পেনশন আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য দিন

এখানে আপনার ব্যক্তিগত সকল তথ্য দেখানো হবে। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী NID Number, ছবি, বাংলা ও ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।

সর্বজনীন পেনশন অনলাইন আবেদন ফরম
  • Save

এখানে নতুন করে আপনার পেশা ও বার্ষিক আয়ের তথ্য দিতে হবে। এছাড়া বর্তমান ঠিকানা ঠিক না থাকলে তা পরিবর্তন করে দিতে পারবেন।

ব্যক্তি তথ্য সবকিছু ঠিক থাকলে আবার পরবর্তী পেইজে যান।

ধাপ ৩: স্কিমের তথ্য দিন

স্কিম তথ্য অংশে আপনাকে মাসিক চাঁদার পরিমান কত জমা দিতে চান তা সিলেক্ট করতে হবে। চাঁদা মাসিক, ত্রৈমাসিক অথবা বার্ষিক এরকম ৩টি অপশন রয়েছে। আপনার সুবিধামত একটি অপশন সিলেক্ট করুন।

সর্বজনীন পেনশন অনলাইন আবেদন
  • Save

ধাপ ৪: ব্যাংক একাউন্টের তথ্য দিন

ব্যাংক তথ্য অংশে পেনশন আবেদনকারীর ব্যাংক একাউন্টের নাম, একাউন্ট নাম্বার নম্বর, হিসাবের ধরন (সঞ্চয়ী অথবা চলতি), রাউটিং নম্বর, ব্যাংকের নাম ও ব্যাংকের শাখার নাম লিখতে হবে।

ব্যাংকের Routing Number জানা না থাকলে, রাউটিং নম্বর জানা নাই ক্লিক করুন। তারপর ব্যাংকের নাম ও শাখার নাম সিলেক্ট করে সংযোজন করুন বাটনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)

ব্যাংকের তথ্য যুক্ত করা হলে পরবর্তী ধাপে যান

সর্বজনীন পেনশন অনলাইন আবেদন
  • Save

ধাপ ৫: নমিনি যুক্ত করুন

পেনশন আবেদনে আপনাকে একজন বা একাধিক নমিনি যুক্ত করতে হবে। সর্বজনীন পেনশন স্কিমের নমিনি যুক্ত করার জন্য নমিনির NID নম্বর, জন্ম নিবন্ধন নম্বর বা পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ দিয়ে নমিনি যুক্ত করুন বাটনে ক্লিক করুন।

জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুসারে নমিনির নাম-ঠিকানা সব স্ক্রীনে আসবে। এখানে ৩টি জিনিস নতুন করে পূরণ করতে হবে, নমিনির Mobile Number, নমিনির সাথে আপনার সম্পর্ক এবং নমিনির প্রাপ্যতার হার (%)।

ধরুন আপনি ৩ জন নমিনি রাখতে চান, স্ত্রী ৫০% এবং ২ সন্তান ২৫% হারে। তাহলে আপনাকে ৩ জন নমিনি সবাইকে যুক্ত করে যার যার অংশে প্রাপ্যতার অংশ উল্লেখ করে দিবেন।

সর্বজনীন পেনশন অনলাইন আবেদন
  • Save

ধাপ ৬: সর্বজনীন পেনশন আবেদন জমা দিন

এটিই নিবন্ধনের সর্বশেষ ধাপ। এ ধাপে আপনার পূরণ করা সকল ব্যক্তিগত তথ্য, স্কিম তথ্য, ব্যাংক তথ্য ও নমিনি তথ্য দেখানো হবে। ভাল করে সবগুলো তথ্য চেক করে দেখুন, ভুল থাকলে পূর্ববর্তী পেইজে গিয়ে তথ্য সংশোধন করে নিন।

সর্বজনীন পেনশন অনলাইন আবেদন ফরম
  • Save

উপরের সব তথ্য ঠিক থাকলে, আমি নিশ্চিত করছি এখানে টিক দিয়ে আবেদন সম্পন্ন করুন বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা দিন।

সম্পূর্ণ আবেদন ফরমটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন।

ধাপ ৭: চাঁদা পরিশোধ করুন

এবার আপনাকে অনলাইনে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হবে। এজন্য পেমেন্ট করুন সবুজ বাটনে ক্লিক করুন। সোনালী ব্যাংকের Payment Gateway চালু হবে। এখানে আপনি সোনালী ব্যাংক একাউন্ট, যে কোন ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবেন।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অবশ্যই পেমেন্টের স্লিপ ডাউনলোড করে নিন।

সর্বজনীন পেনশন চাঁদা পরিশোধ
  • Save

ধাপ ৮: পেনশনার আইডি তৈরি করুন

পেমেন্টের পর আপনাকে পেনশনার ইউজার আইডি তৈরি করতে হবে। এজন্য পেমেন্ট যাচাই পেইজ থেকে ইউজার তৈরি করুন বাটনে ক্লিক করুন।

স্বয়ংক্রীয়ভাবে আপনার একটি পেনশনার আইডি তৈরি হবে। এখানে আপনার পছন্দমত ৬ ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে পেনশনার একাউন্ট তৈরি করতে হবে।

সর্বজনীন পেনশনের সুবিধা

সর্বজনীন পেনশনের সুবিধাগুলো হচ্ছে:

  • নুন্যতম ১০ বছর মাসিক কিস্তি পরিশোধ করার মাধ্যমৈ ৬০ থেকে ৭৫ বছর পর্যন্ত মোট ১৫ বছর মাসিক পেনশন পাওয়া যাবে।
  • পেনশনের মাসিক কিস্তি এটি একটি আয়করমুক্ত বিনিয়োগ এবং এই বিনিয়োগের জন্য কর রেয়াত পাওয়া যাবে।
  • মাসিক পেনশনও সম্পুর্ণ আয়করমুক্ত।
  • ১০ বছর চাঁদা দেয়ার আগে পেনশনার মারা গেলে নমিনি মুনাফা সহ সমুদয় টাকা এককালীণ পাবেন।
  • বিশেষ প্রয়োজনে টাকার প্রয়োজনে মোট জমাকৃত টাকার ৫০% ঋণ নেয়া যাবে।
  • অনলাইনে পেনশন আবেদন, কিস্তি জমা ও মুনাফাসহ মোট কত টাকা জমা হয়েছে চেক করা যাবে।

শেষকথা

উপরের প্রক্রিয়াটি খুবই সহজ, তাই যে কেউই অনলাইনে আবেদন করে এবং মাসিক চাঁদা দিয়ে Universal Pension এর আওতায় আসতে পারেন।

যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা সর্বজনীন পেনশন আবেদন ফরম ডাউনলোড করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় গিয়েও আবেদন করতে পারেন।

সর্বজনীন পেনশন আবেদন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

শুধুমাত্র অনলাইন আবেদন করলেই চলবে না কি আবেদন ফরম ব্যাংকে জমা দিতে হবে?

শুধু অনলাইনে পেনশন আবেদন সম্পন্ন করে মাসিক চাঁদা জমা দিলেই হবে। আবেদনের কপি কোথাও জমা দিতে হবে না।

সর্বজনীন পেনশনের মাসিক চাঁদা কিভাবে জমা দিব?

ব্যাংক, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাঁদার টাকা জমা দেয়া যাবে।

গৃহিনী বা বেকার ব্যক্তিরা কোন পেনশন স্কিমে অংশ নিতে পারবে?

গৃহিনী এবং বেকার ব্যক্তিরা স্বকর্মে নিয়োজিতদের জন্য প্রযোজ্য সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।

পেনশন স্কিমে জমাকৃত টাকার গ্যারান্টর কে?

জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় পেনশন স্মিমে জমাকৃত টাকার গ্যারান্টর সরকার।

ADVERTISEMENT

Similar Posts

25 Comments

    1. এটা মাসিক কিস্তি, ৪০ বছরের জন্য আপনি প্রতি মাসে কত করে রাখতে চান? মাসিক ১৫ হাজারের কোন প্যাকেজ নাই। ১, ২ ৩, ৫ হাজার, ৭৫০০ ও ১০ হাজার টাকার প্যাকেজ আছে।

  1. আমি অনলাইনে জাতীয় পেনশন স্কীমে রেজিষ্ট্রেশন করে টাকা জমা করেছি আমার মেবাইল থেকে। টাকা সফলভাবে জমা হওয়ার মেসেজও পেয়েছি। আইডি নাম্বারও পেয়েছি। কিন্তু পেনশনার আইডি লগইন করতে পারছি না। লগইন করার সিস্টেম কি?

    1. না, ৭৫ বছরের পর আর পাবে না। মোট ১৫ বছর পাবে। তবে ৭৫ বছর বয়সের আগে মারা গেলেও আপনার নমিনি আপনার ৭৫ বছর বয়স হওয়া পর্যন্ত পেনশন পাবে।

  2. ১. ইউনিক নাম্বার কখন পাবো? এবং কিভাবে একাউন্ট চেক করবো?
    ২. মোবাইল নাম্বার Replacement করা যাবে? কিভাবে করতে হবে?

    1. আবেদন সাবমিট করার পর ১ম কিস্তি পেমেন্ট করতে হবে। এরপর ইউনিক পেনশন আইডি তৈরি করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে, একাউন্টে লগইন করে।

  3. Sir,
    আমি ১জন নমিনি দিতে চাই। কয়েকজন নমিনির আইডি ও জন্ম তারিখ দিয়ে অনেক সময় চেষ্টা করেছি। কিন্তু Invalid Data of Birth দেখায়। এটা কি করে সম্ভব? Please tell me.

  4. সর্বজনীন পেনশন সুরক্ষা স্কিমে আবেদন করেছি এবং ১ম চাঁদা গৃহীত হয়েছে। পেনশনার আইডি পাইছি। কিন্তু পেমেন্ট স্লিপ ডাউনলোড হচ্ছে না ও পাসওয়ার্ড সেট হচ্ছে না। পেনশনার লগইন করা যাচ্ছে না। Invalid username & password দেখায়। কিভাবে পেমেন্ট স্লিপ ডাউনলোড করা যাবে এবং কিভাবে পাসওয়ার্ড সেট করে ও পেনশনার লগইন করে আমার একাউন্ট চেক করতে পারি?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।