ট্যাপ একাউন্টের সুবিধাসমূহ – Trust Axiata Pay (tap) Account Features
ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে ট্যাপ একাউন্ট। জানুন ট্যাপ একাউন্টের সুবিধাসমূহ।
ADVERTISEMENT
আপনি জানেন ট্যাপ একাউন্ট কি? দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করতে এবং গ্রাহকদের নিরাপদ সেবা প্রদানের জন্য নতুন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’ চালু করা হয়েছে।
সেনাবাহিনী প্রধান এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বুধবার (২ জুলাই) ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন।
ADVERTISEMENT
আপাতত ট্যাপ গ্রাহকরা অর্থ জমা, ইউটিলিটি বিল পরিশোধ, বীমা কিস্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিনটি বাহিনীতে নিয়োগ সম্পর্কিত ফি জমা দেওয়া, রেমিটেন্স গ্রহণযোগ্যতা, অনলাইন বণিক প্রদান এবং সমস্ত মোবাইল ফোন অপারেটরদের রিচার্জ পরিষেবা পেতে সক্ষম হবেন।
ট্যাপ একাউন্টের সুবিধাসমূহ (Tap Account Features)
- Open account with NID and Selfie
- Military Grade Security
- Recharge (Any Operator Mobile)
- Send and Receive Money
- Add money from Trust Bank Account, Sonali Bank Account
- Educational Institution Payment (56 Institutions)
- Utility Bill
- NID Fee
- Passport Fee
- Recruitment/ Job Application Fee of 3 Armed Forces
কিভাবে ট্যাপ একাউন্ট খুলবেন How to Open TAP Account
- গুগল প্লে স্টোর থেকে প্রথমে ট্যাপ অ্যাপ ডাউনলোড করুন।
- গুগল প্লে স্টোরে গিয়ে Tap লিখে সার্চ করুন, এরপর Tap এ্যাপটি ইনস্টল করুন।
- তারপরে আপনি নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং একটি সেলফি দিয়ে সহজেই আপনাকে ট্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
আপনি জাতীয় পরিচয়পত্রের কপি না পেয়ে থাকলে, ডাউনলোড করতে পারেন- NID Card Download
ADVERTISEMENT
ADVERTISEMENT
আমার Nid কার্ড দিয়ে ভুল একটা নাম্বারে ট্যাপ খুলে পেলছি। এখন আমার আইডি কার্ড থেকে ওই নাম্বার টা বাদ দেয়া যায় না?