মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র

ব্যাংক একাউন্ট হোল্ডার মারা গেলে নমিনি আবেদন করে একাউন্ট বন্ধ করতে হয়। জানুন কিভাবে মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র লিখবেন।

মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র
  • Save

ADVERTISEMENT

মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন করতে হবে ব্যাংক একাউন্টের নমিনি কর্তৃক। আবেদনের সাথে অবশ্যই Account Holder বা হিসাবধারীর Death Certificate, মৃত্যু নিবন্ধন, একাউন্টের চেক বই জমা দিতে হবে।

কিভাবে আবেদনপত্র লিখবেন? তার একটি নমুনা নিচে দেখানো হলো। আপনি যদি মৃত ব্যক্তির ওয়ারিশ বা ব্যাংক একাউন্টের নমিনি (Nominee of Bank Account) হয়ে থাকেন আপনার এটি কাজে লাগবে।

ADVERTISEMENT

মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্রের নমুনা

তারিখ

বরাবর

ADVERTISEMENT

ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লিমিটেড,
কাপ্তাই শাখা, রাঙ্গামাটি।

বিষয়: মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার শাখায় ব্যাংক একাউন্টধারী কামাল উদ্দিন এর নমিনি হই। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, তিনি গত ২০ ফেব্রুয়ারি তারিখ বার্ধক্যজনিত কারণে আসস্মিক মৃত্যুবরণ করেন। এমতাবস্থায়, তাঁর ব্যাংক একাউন্টটি বন্ধন করতে আপনার সহযোগিতা কামনা করছি।

ADVERTISEMENT

তাঁর ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যঃ হিসাবের নাম- কামাল উদ্দিন, ব্যাংক একাউন্ট নম্বর- 5404101526545 ।

ব্যাংকের নীতি অনুসারে তাঁর একাউন্ট বন্ধ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এ আবেদনের সাথে সংযুক্ত করেছি।

আমি আরও অনুরোধ করছি যে, অ্যাকাউন্টে অবশিষ্ট যে কোনো ব্যালেন্স মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হোক। দয়া করে আমাকে জানাবেন অত্র একাউন্ট বন্ধ করার জন্য আর কোন পদক্ষেপ নেয়া বা কাগজপত্র সরবরাহ করা প্রয়োজন কিনা।

ADVERTISEMENT

অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, উপরে উল্লেখিত বিষয়টি সুবিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণ করে চির বাধিত করবেন।

আন্তরিকভাবে,

(স্বাক্ষর)
জাহানারা আক্তার
নমিনি
হিসাবধারীর সাথে সম্পর্ক- স্ত্রী
মোবাইল – 01552950000

সংযুক্তিঃ
১. হিসাবধারীর জাতীয় পরিচয় পত্র
২. ডেথ সার্টিফিকেট
৩. মৃত্যু নিবন্ধন
৪. চেক বই (৬ পাতা)

মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করতে কি কি লাগে

  • হিসাবধারীর জাতীয় পরিচয় পত্র
  • ডেথ সার্টিফিকেট
  • মৃত্যু নিবন্ধন
  • অবশিষ্ট চেক বইয়ের পাতা
  • ওয়ারিশ সনদ

ডেথ সার্টিফিকেট কপি

ব্যক্তির মৃত্যুর পর হাসপাতাল থেকে চিকিৎসকের দেয়া মৃত্যুর সনদকে Death Certificate বলা হয়। প্রথমেই আপনাকে এই ডকুমেন্টটি সংগ্রহ করতে হবে। এরপর মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে। মৃত্যু নিবন্ধন আবেদনের জন্য এই ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে।

মৃত্যু নিবন্ধন কপি

যেমনি একজন ব্যক্তির জন্ম নিবন্ধন করা হয়, সেভাবে ব্যক্তি মারা গেলে তার জন্ম নিবন্ধন অনুসারে তার মৃত্যুও নিবন্ধন করতে হবে। ব্যাংক একাউন্ট বন্ধ করতে মৃত্যু নিবন্ধন কপি অবশ্যই জমা দিতে হবে।

ওয়ারিশ সনদ

ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে মৃত ব্যক্তিদের ওয়ারিশ যাচাই করে মৃত ব্যক্তির ওয়ারিশদের নামের তালিকা করে যে সনদন দেয়া হয়, তাকে ওয়ারিশ সনদ বলে। ব্যাংক একাউন্ট বন্ধ করতে এবং একাউন্টে গচ্ছিত টাকা উত্তরাধিকারীগণ পেতে অবশ্যই ওয়ারিশ সনদ জমা দিতে হবে।

আশা করি, তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে। মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করা নিয়ে আপনার অভিজ্ঞতা অথবা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান।

এ ধরণের প্রয়োজনীয় তথ্য, নাগরিক সেবা ও ডিজিটাল ব্যাংকিং নিয়ে তথ্য ও পরামর্শ পেতে নিয়মিত ভিজিট করুন- Eservicesbd.com । এছাড়া আমাদের ফেসবুক পেইজ ফলো করুন – Eservicesbd

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।