ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করে জানুন ডাক্তার ভুয়া কিনা

ডাক্তার কি ভুয়া কিনা, তা ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর চেক করে জেনে নিতে পারবেন। এছাড়া মেডিক্যাল এসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেকও করতে পারবেন অনলাইনে।

  • Save

ADVERTISEMENT

গ্রামে গঞ্জে এমনকি শহর এলাকাতেও অনেক জায়গাতেই ভুয়া ডাক্তার বা Fake Doctor এর খবর শোনা যায়। ডাক্তার না হয়েও, রোগীদের ডাক্তারি সেবা দেয়া শুধুমাত্র প্রতারণাই নয়, এটি রোগীদের জীবননাশক ও হতে পারে।

তাই আমাদের সবারই কোন অপরিচিত ডাক্তার দেখানোর আগে তার সম্পর্কে জেনে নেয়া উচিত। অথবা, তার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার চেক করে ভেরিফাই করা উচিত।

ADVERTISEMENT

BM&DC (Bangladesh Medical and Dental Council) ডাক্তারদের ভেরিফাই করার জন্য একটি ভেরিফিকেশন সিস্টেম BM&DC Doctor Verification চালু করেছে। এর মাধ্যমে কোন ডাক্তার BM&DC registered doctor কিনা তা চেক করতে পারবেন।

আসুন এবার দেখে নিই কিভাবে ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করবেন।

বিএমডিসি ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক

ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

  • ভিজিট করুন BM&DC Doctor Verification লিংকে;
  • 6 ডিজিটের Registration Number লিখুন;
  • MBBS অথবা ডেন্টিস্ট হলে BDS সিলেক্ট করুন;
  • Captcha Code লিখে Search ক্লিক করুন।
  • Save

বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার সঠিক হলে ডাক্তারের ছবি, নাম ও ডিগ্রীসহ সকল তথ্য দেখানো হবে। পাশাপাশি ডাক্তারের রেজিস্ট্রেশন চালু (Active) আছে কিনা তাও দেখতে পাবেন।

রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করার পর নিচের মত পেইজ দেখতে পাবেন।

ADVERTISEMENT

  • Save

ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন? সরকারি নিয়ম অনুযায়ী ডাক্তারদেকে অবশ্যই তার চেম্বারে, ভিজিটিং কার্ডে ও সাইন বোর্ডে BMDC Registration Number লিখে রাখতে হয়। এখান থেকেই আপনি রেজিস্ট্রেশন নম্বরটি সংগ্রহ করতে পারেন।

যদি দেখেন, কোন ডাক্তারের সাইনবোর্ড, চেম্বার বা ভিজিটিং কার্ডে তার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দেয়া নাই, সেক্ষেত্রে ডাক্তারকে অবশ্যই সন্দেহ করা যায়। প্রয়োজনে তার চেম্বারে যোগাযোগ করে BMDS Registration no জেনে নিতে পারেন।

মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেক

মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেক করার জন্য www.bmdc.org.bd সাইটে ভিজিট করে FIND REGISTERED MEDICAL ASSISTANT মেন্যুতে যান। এখানে রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচা কোডটি লিখে Search করুন।

ADVERTISEMENT

medical assistant registration check
  • Save

বিএমডিসি রেজিস্ট্রেশন কি

বিএমডিসি রেজিস্ট্রেশন হল Bangladesh Medical and Dental Council (BMDC)-এর অধীনে একজন চিকিৎসক বা ডেন্টিস্টের নিবন্ধন। এই রেজিস্ট্রেশন একজন ডাক্তার বা ডেন্টিস্টকে বাংলাদেশে চিকিৎসা পেশা অনুশীলন করার অনুমতি দেয়।

বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য একজন চিকিৎসক বা ডেন্টিস্টকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:

  • বাংলাদেশে একটি স্বীকৃত মেডিকেল বা ডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • বিএমডিসির অধীনে একটি মেডিকেল বা ডেন্টাল ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।
  • বিএমডিসির অধীনে একটি পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আজকাল, বিশেষ করে গ্রামে ও মফস্বল এলাকায় ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার ও ভুয়া ডিগ্রী যুক্ত করে রোগীদের ঠকাচ্ছে। তাই পোস্টটি আপনার Social Media তে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে সবাই ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করে উপকৃত হয়।

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।