চাকরির পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
চাকরিতে পদোন্নতির আবেদন কিভাবে লিখবেন? এখানে পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম ও কিছু নমুনা দেখানো হলো।
ADVERTISEMENT
সরকারি কর্মচারীদের পদোন্নতির বয়স পূর্ণ হলে পদোন্নতির জন্য আবেদন করতে হয়। পদোন্নতির আবেদনের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হয়। তাছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানেও পদোন্নতির আবেদনের নিয়ম রয়েছে।
তাই, আপনাদের সুবিধার্থে সরকারি চাকরী, বেসরকারি চাকরী এবং গার্মেন্টসে পদোন্নতির আবেদন লেখার নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জানানো হলো। এছাড়া ব্লগের নিচে, পদোন্নতির আবেদনের PDF ও ওয়ার্ড ফাইলের লিংক দেয়া থাকবে।
ADVERTISEMENT
পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
পদোন্নতির জন্য আবেদন আপনার উর্দ্ধতন কর্মকর্তা বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পদোন্নতির আবেদনে অবশ্যই আপনার বর্তমান পদবী, যোগদানের তারিখ, চাকুরীর সময়কাল, পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ইত্যাদি উল্লেখ করবেন।
নিচে কিছু পদোন্নতির জন্য আবেদন পত্রের নমুনা দেয়া হলো।
ADVERTISEMENT
সরকারি চাকরির পদোন্নতির জন্য আবেদন পত্র নমুনা
বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
সদর দপ্তর, ৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি
শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ
বিষয়: হিসাব সহকারী পদে বিভাগীয় কোটায় পদোন্নতির জন্য আবেদন।
ADVERTISEMENT
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ০৮/০৮/২০১৮ খ্রি: তারিখের ১৫.৫৩.০০০০.০১৩.১১.০০৩.১৩-৩৪৫ (২৯) নম্বর অফিস আদেশ মোতাবেক ”অফিস সহায়ক” পদে বাংলাদেশ বেতার, সাভার, ঢাকায় ১০/০৮/২০১৮ খ্রি: তারিখে যোগদান করে সন্তোষজনকভাবে দ্বায়িত্ব পালন করে আসছি।
নন-ক্যাডার অফিসার ও কর্মচারীদের নিয়োগবিধি, ১৯৮৫ এর তাফশীল এর ৪১ নং ক্রমিক অনুসারে বর্তমান পদে আমার চাকুরীর বয়স ০৪ বছর ০৮ মাস পূর্ণ হওয়ায় আমি পদোন্নতির আবেদন জানাচ্ছি।
অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাকে নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় কোটায় হিসাব সহকারী পদে পদোন্নতি দিতে আপনার সদয় মর্জি হয়।
ADVERTISEMENT
বিনীত নিবেদক,
(স্বাক্ষর)
নাম
তারিখ:
অফিস সহায়ক
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।
সংযুক্ত:
১। নিয়োগ আদেশের ফটোকপি।
২। যোগদানপত্রের ফটোকপি।
৩। দাপ্তরিক কর্ম বন্টনের অফিস আদেশের ফটোকপি।
৪। শিক্ষাগত যোগ্যতার কপি।
৫। চাকুরীর সন্তোষজনক প্রত্যয়ন পত্র।
৬। চাকুরী স্থায়ীকরণ আদেশের ফটোকপি।
গার্মেন্টস পদোন্নতির জন্য আবেদন পত্র নমুনা
তারিখ:
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
প্রতিষ্ঠানের নাম:
প্রতিষ্ঠানের ঠিকানা:
বিষয়: পদোন্নতির জন্য আবেদন পত্র।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি নিন্মস্বাক্ষকারী গত ৩ বছর যাবত আপনার প্রতিষ্ঠানে (বর্তমান পদবী) হিসেবে ৩ বছর যাবৎ সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছি। এখানে, আমি গার্মেন্টস পণ্য উৎপাদন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ও পরিচালনা সম্পর্কে প্রায়োজনীয় অভিজ্ঞতা সম্পন্ন। আমি আপনার কোম্পানির উন্নতি ও বিকাশে সহায়ক হতে ইচ্ছুক।
তাই, আমি (পদের নাম) পদে পদোন্নতি পাওয়ার জন্য আবেদন করছি। আমাকে উক্ত পদে পদোন্নতি দেয়া হলে দক্ষতা ও নিষ্ঠার সাথে অত্যন্ত ভালভাবে দ্বায়িত্ব পালন করতে সক্ষম হবো।
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে আমাকে উক্ত (পদের নাম) পদে পদোন্নতি দিতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক,
নিজের নাম:
নিজের পদবী:
উপরের দেখানো ২টি পদোন্নতির আবেদনের নমুনা দেখে আশা করি আপনি নিজেই একটি আবেদন লিখে নিতে পারবেন।
আরও পড়তে পারেন
ADVERTISEMENT