পাসপোর্ট নাম্বার দিয়ে মালদ্বীপ ভিসা চেক

অনলাইনে আপনার মালদ্বীপ ওয়ার্ক পারমিট বা মালদ্বীপ ওয়ার্ক ভিসা চেক করা যাবে। দেখুন কিভাবে চেক করবেন এবং ভিসা চেক নিয়ে অন্যান্য তথ্য।

মালদ্বীপ ভিসা চেক
  • Save

ADVERTISEMENT

আপনার মালদ্বীপ ওয়ার্ক ভিসা অথবা Work Permit চেক করতে পারবেন অনলাইন থেকে। যদি কোন এজেন্সির মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিট ও ভিসা করে থাকেন, তাহলে মালদ্বীপ যাওয়ার আগে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ও ভিসা ঠিক আছে কিনা চেক করা উচিত।

তা না হলে, ভুল ভিসায় মালদ্বীপ গিয়ে আপনি জটিলতায় পড়ে যেতে পারেন।

ADVERTISEMENT

মালদ্বীপ ওয়ার্ক ভিসার আবেদন করার আগে আপনাকে Maldives Ministry of Economic Development থেকে Work Permit নিতে হবে। তারপর, ওয়ার্ক পারমিটের জন্য Work Visa পাওয়ার আবেদন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার প্রক্রিয়া দেখতে পারেন এখানে – পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক। আসুন এবার জেনে নেয়া যাক Maldives Work Permit কিভাবে অনলাইনে চেক করবেন।

এক নজরে সম্পূর্ণ লেখা

ADVERTISEMENT

মালদ্বীপ ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম

মালদ্বীপ ওয়ার্ক পারমিট চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ভিজিট করুন https://xpat.egov.mv;
  • স্ক্রল করে নিচে নামুন;
  • Work Permit Verification ট্যাবে ক্লিক করুন;
  • Work Permit Number দিন এবং First Name অথবা Passport নাম্বার দিয়ে Fetch বাটনে ক্লিক করে Work Permit এর তথ্য দেখতে পারবেন।
মালদ্বীপ ভিসা চেক
  • Save

মালদ্বীপ টুরিস্ট ভিসা চেক

মালদ্বীপে টুরিস্ট ভিসা চেকের কোন সুযোগ Maldives Immigration থেকে রাখা হয়নি। কারণ, যে কোন দেশের নাগরিক মালদ্বীপে On Arrival Tourist Visa পেতে পারে।

মালদ্বীপ ভ্রমণের ৪ দিন আগে বা মালদ্বীপ পৌঁছানোর পর Traveller Declaration ফরম পূরণ করে এবং অন্যান্য শর্ত পূরণ করলে ৩০ দিনের জন্য টুরিস্ট ভিসা পাবেন।

ADVERTISEMENT

তাই টুরিস্ট ভিসা চেক করার কোন যৌক্তিকতা নাই।

মালদ্বীপ কাজের ভিসা এখন চালু আছে। ডিসেম্বর ২০২৩ মাসে মালদ্বীপ সরকার পুনরায় মালদ্বীপ ভিসা চালু করেছে। তাই, এখন মালদ্বীপ ওয়ার্ক পারমিট ও ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন।

মালদ্বীপ ওয়ার্ক পারমিট পেতে ১ থেকে ২ মাস সময় লাগতে পারে।

ADVERTISEMENT

হ্যা, মালদ্বীপে কাজ করতে প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে। তারপর ওয়ার্ক পারমিট দিয়ে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে।

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।