পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক করার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন? ঘরে বসেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে আবেদনের অবস্থা জানতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার নিয়ম
  • Save

ADVERTISEMENT

দেশের বাইরে যাওয়ার জন্য প্রয়োজন হয় Police Clearance Certificate এবং অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ থানায় জমা দিতে হবে। আপনার সকল তথ্য যাচাই করার পরই আপনাকে Police Clearance দেয়া হবে।

অনলাইনে আবেদনের পর থেকে আবদনটির প্রতিটি ধাপ সম্পর্কেই আপনি জানতে পারবেন অনলাইনে চেক করার মাধ্যমে। আসুন তাহলে জেনে নিই, কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চেক করবেন।

ADVERTISEMENT

পুলিশ ক্লিয়ারেন্স আমরা দুই ভাবে চেক করতে পারি।  প্রথমত হলো অনলাইনে মাধ্যমে এবং দ্বিতীয়ত হলো মোবাইলে এসএমএসের মাধ্যমে

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে Type করুন PCC S আবেদনের রেফারেন্স নাম্বার (PCC S XXXXXXXX)। এরপর সেন্ড করুন 26969 নাম্বারে। ফিরতি মেসেজে আপনার আবেদনের সর্বশেষ স্ট্যাটাস জানানো হবে।

ADVERTISEMENT

পুলিশ ক্লিয়ারেন্স চেক এসএমএস ফরম্যাট: PCC S Reference-Number (PCC S XXXXXXXX)

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের স্ট্যাটাস Ready For Delivery দেখানো হলে আপনি এটি সংগ্রহ করার জন্য থানায় যেতে পারবেন। তবে যদি ডেলিভারীর কোন তারিখ দেয়া থাকে সেই তারিখে যাওয়াই ভাল হবে।

SMS এর মাধ্যমে কোন তথ্য পাওয়া না গেলে সেক্ষেত্রে আপনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক করতে পারেন।

ADVERTISEMENT

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য ভিজিট করুন https://pcc.police.gov.bd/ এই লিংকে। এরপর Mobile Number ও Password দিয়ে লগইন করে My Account অপশনে যান। Application Information থেকে আবেদনের রেফারেন্স নাম্বার, পাসপোর্ট ও মোবাইল নাম্বার দিয়ে Search করে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন।

আবেদনকারীর নাম, পাসপোর্ট নাম্বার, এবং Application কোন অবস্থায় আছে দেখতে পারবেন।

অনলাইনে চেক করার জন্য আপনার Police Clearance আবেদন করার সময় যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। যদি আপনি নিজে আবেদন না করে অন্য কারো মাধ্যমে আবেদন করে থাকেন, Password টি জেনে নিন।

ADVERTISEMENT

পুলিশ ক্লিয়ারেন্স পাসওয়ার্ড জানা না থাকলে করণীয়

অনেকেই বিভিন্ন ইন্টারনেট সেবা বা কম্পিউটার সেবার প্রতিষ্ঠান থেকে এসব আবেদন করে থাকেন, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে আপনার Password জেনে নিতে হবে।

যদি কোন কারণে পাসওয়ার্ড জানা সম্ভব না হয়, সেক্ষেত্রে Password Reset করে নিতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স একাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন বা আবেদন করা হয়েছিল, সে মোবাইল থেকে ‍SMS লিখুন PCC PR;
  • মেসেজটি সেন্ড করুন 26969 নাম্বারে;
  • ফিরতি মেসেজে আপনাকে নতুন পাসওয়ার্ড পাঠানো হবে;
  • নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের বিভিন্ন স্ট্যাটাস

StatusMeaning of Status
Draftযখন আপনি আবেদনের তথ্য পূরণ করেছেন কিন্তু আবেদন সম্পন্ন করা হয়নি।
Pending For Paymentআবেদন সম্পন্ন হয়েছে, কিন্তু পেমেন্ট করা হয়নি অথবা Payment Verification হয়নি। এক্ষেত্রে পেমেন্ট ভেরিফাই করে আবেদন সাবমিট করতে হবে।
Submittedআবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে
Pending For verificationআবেদনটি গ্রহণ করা হয়েছে এবং যাচাইয়ের অপেক্ষোয় আছে
Rejectedআবেদনকারীর তথ্য যাচাই করার পর কোন কারণে তা বাতিল করা হয়েছে
Ready For Deliveryআবেদনটি অনুমোদন হয়েছে এবং Police Clearance Certificate প্রিন্ট করার জন্য প্রস্তুত
Deliveredসার্টিফিকেট আবেদনকারীকে ডেলিভারী দেয়া হয়েছে।

FAQ’s

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে Type করুন PCC S আবেদনের রেফারেন্স নাম্বার (PCC S XXXXXXXX)। এরপর সেন্ড করুন 26969 নাম্বারে। ফিরতি মেসেজে আপনার আবেদনের সর্বশেষ স্ট্যাটাস জানতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে এসএমএস করুন এই ফরম্যাটে PCC S Reference-Number (PCC S XXXXXXXX)।

না, শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার সুযোগ নেই।

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।