ঢাকায় খোলা হচ্ছে আরও নতুন ২ পাসপোর্ট অফিস

ঢাকায় আরও ২ নতুন পাসপোর্ট অফিস, একটি মোহাম্মদপুরের বসিলায় এবং অন্যটি বনশ্রীতে। জানুন বিস্তারিত তথ্য।

Advertisement

ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের ওপর চাপ কমাতে রাজধানীতে আরও দুটি পাসপোর্ট অফিসের শাখা খুলতে যাচ্ছে সরকার। একটি অফিস হবে মোহাম্মদপুরের বসিলায় এবং অন্যটি বনশ্রীতে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেছেন, বসিলা অফিস আগামী সপ্তাহে চালু হতে পারে।

গত ৬ ফেব্রুয়ারী BDNEWS24.COM এর প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন, বনশ্রীতে অফিস খুলতে আরও কিছু সময় লাগতে পারে কারণ তারা এখনও ভাড়ার জন্য ভবন বেছে নিতে পারেনি।

Advertisement

ঢাকায় নতুন পাসপোর্ট অফিস কোথায়

ঢাকায় নতুন পাসপোর্ট অফিসটি মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত। বসিলা পাসপোর্ট অফিসটি ঢাকা পশ্চিম পাসপোর্ট অফিস হিসেবে পরিচিত হবে। এটি ঢাকা জেলার সাভার, ধামরাই এবং শহরের মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহআলী, হাজারীবাগ এবং নিউমার্কেটকে কভার করবে।

তাছাড়া ঢাকার বনশ্রীতে আরও একটি নতুন পাসপোর্ট অফিস চালু করা হবে যেটি ঢাকা পূর্ব পাসপোর্ট হিসেবে পরিচিত হবে। এটি ডেমরা, যাত্রাবাড়ী, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, রমনা, মতিঝিল, পল্টন, বাড্ডা, ভাটারা, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা এবং হাতিরঝিলের মানুষের জন্য মনোনীত করা হবে।

উল্লেখ্য, ঢাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস বর্তমানে আগারগাঁও, কেরানীগঞ্জ ও উত্তরায় অবস্থিত।

Advertisement

তথ্যসূত্র: bdnews24.com

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।